টেক অফের সময়ই দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বিমান। যাত্রীদের নিয়ে ভেঙে পড়ল বিমানটি।

Nepal Plane Crash: টেক অফের সময় ভেঙে পড়ল নেপালের বিমান! জ্বলন্ত বিমানের কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

International News
Share this news

টেক অফের সময়ই দুর্ঘটনার(Plane Crash) কবলে পড়ল যাত্রীবাহী বিমান। যাত্রীদের নিয়ে ভেঙে পড়ল বিমানটি। নেপাল সংবাদমাধ্যম সূত্রে খবর, রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর(Kathmandu Airport) থেকে  পোখরার উদ্দেশে রওনা দিয়েছিল সৌর এয়ারলাইন্সের বিমানটি। তাতে যাত্রী ও কর্মী মিলিয়ে প্রায় ১৯ জন ছিল বলে খবর। দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১১টা নাগাদ টেক অফের  সময়ই সেটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি ভেঙে পড়ার পর আগুন লেগে যায়।দাউদাউ করে জ্বলছে বিমানটি। কালো ধোঁয়া পাক খেতে খেতে গোটা এলাকা ছড়িয়ে যায়। সেই ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই।

 বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর  দুর্ঘটনার কথা জানালেও তিনি দুর্ঘটনার কারণ নিয়ে মুখ খোলেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ততক্ষণাৎ ছুটে আসে কাঠমান্ডু পুলিশ ও দমকলকর্মীরা। 

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *