প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি দিল্লিতে। চাঁদনি চক, রাজেন্দ্রনগর সহ বহু জায়গা জলমগ্ন।দুর্যোগের কারণে দিল্লিতে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

Delhi Rain: দিল্লিতে রেকর্ড বৃষ্টিপাতে জলমগ্ন বহু এলাকা, জনজীবন বিপন্ন, বাড়ছে মৃত্যু

National News Weather
Share this news

প্রবল বৃষ্টি(Heavy Rainfall)তে বন্যা পরিস্থিতি দিল্লিতে(Delhi)। চাঁদনি চক, রাজেন্দ্রনগর সহ বহু জায়গা জলমগ্ন(Waterlogged)।দুর্যোগের কারণে দিল্লিতে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জল উপচে পড়া নর্দমায় ভেসে গিয়ে মৃত্যু হল মা এবং তিন বছরের শিশুপুত্রের। বাড়িঘর, দোকানে হু হু করে জল ঢুকে গিয়েছে। এক কথায়, জনজীবন বিপন্ন।

আবহাওয়া দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দিল্লিতে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, এক ঘণ্টার মধ্যে ১০০ মিমি বৃষ্টির কারণে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে। গত ১৪ বছরে এরকম বৃষ্টি দিল্লিতে কখনও হয়নি। IMD-র বক্তব্য অনুযায়ী, মেঘ ভেঙে পড়েছে দিল্লিতে। বৃহস্পতিবারও সারা দিন রাজধানীতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি  হয়েছে। আগামী সোমবার অবধি দিল্লিতে বৃষ্টি চলতে পারে।

দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী মারলেনার নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার দিল্লির সব স্কুল বন্ধ রাখা হয়। বুধবার সন্ধ্যা থেকেই দিল্লির নানা রাস্তায় যানজট তৈরি হয় রাস্তায় জল জমে যাওয়ার কারণে। ব্যাহত হয় বিমান চলাচলও। ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে জল জমায় এবং খারাপ আবহাওয়ার কারণে দৃশ্যমানতা কম থাকায় অন্তত ১০টি বিমানকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে। 

সম্প্রতি, দিল্লিতে এক কোচিং সেন্টারে জল ঢুকে গিয়ে ভয়ঙ্কর পরিণতি হয়। জলে ঢুবে তিন পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বেসমেন্টে জল ঢুকে যাওয়ায় বহু পড়ুয়া আটকে পড়েছিল যাদের কোনওভাবে উদ্ধার করা যায়। বেসমেন্টে বেআইনিভাবে কোচিং সেন্টার খুলে প্রশিক্ষণ দেওয়া হয় এমন ১২টি প্রশিক্ষণ কেন্দ্রকে বন্ধও করে দেওয়া হয় এই ঘটনার পর।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *