মৌসুমী বায়ু সক্রিয় হতেই দুর্যোগের ঘনঘটা, শুক্রবার কেন্দ্রিয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে আলিপুরদুয়ারে লাল, জলপাইগুড়ি,কুচবিহার, দার্জিলিং কমলা সতর্কতা জারি করেছে।

North Bengal Weather Alert: প্রবল বৃষ্টিতে হড়পা বান সহ ভূমিধসের আশঙ্কা উত্তরবঙ্গে, কোথাও লাল, কোথাও কমলা সতর্কতা

Bengal News Weather
Share this news

সক্রিয় মৌসুমী বায়ু(Active Mansoon wind), উত্তরবঙ্গের কোথাও লাল, কোথাও বা কমলা সতর্কতা জারি, সপ্তাহ শেষে কালো মেঘে ঢাকা জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের(North Bengal) আকাশ, হড়পা বান সহ ভূমি ধসের(Landslide) আশঙ্কা রয়েছে উত্তরের জেলাগুলিতে।

মৌসুমী বায়ু সক্রিয় হতেই দুর্যোগের ঘনঘটা, শুক্রবার কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে আলিপুরদুয়ারে লাল, জলপাইগুড়ি,কুচবিহার, দার্জিলিং কমলা সতর্কতা জারি করেছে।সেই মোতাবেক শুক্রবার রাত থেকেই পাল্টেছে জলপাইগুড়ির আবহাওয়া, গত কয়েক দিন ধরে তীব্র দাবদাহ সঙ্গে আদ্রতাজনিত অসস্তি কাটিয়ে অনেকটাই যেন এগিয়ে এসেছে শীতের অনুভূতি।শনিবার সকাল থেকেই চলছে ইলশেগুঁড়ি বৃষ্টি।সপ্তাহের শেষ দিনে কাজে কর্মে রাজপথে চলা আমজনতার সঙ্গী হয়েছে ছাতা, রেইন কোট।


তবে এমন পরিস্থিতিতে সিকিম সহ কালিম্পং জেলার প্রতি বাড়তি সতর্কতা জারি করে সিকিমে অবস্থিত কেন্দ্রীয় আবহাওয়া দফতরের অধিকর্তা গোপী নাথ রাহা জানিয়েছেন, ঝাড়খণ্ডের ওপর সৃষ্টি নিম্নচাপটি পশ্চিম – উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে, সেই কারনেই মৌসুমী বায়ুর পূর্ব প্রান্ত ফের সক্রিয় হওয়াতেই আগামী ৬ ই আগস্ট পর্যন্ত উত্তরের পাহাড় ও সমতলে এই দুর্যোগ চলবে, যে কারনে ভূমি ধস এবং হড়পা বানের আশঙ্কা রয়েছে প্রবল।
অপরদিকে গত চব্বিশ ঘণ্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ মাত্র ০৯.৬০ মিলিমিটার, শিলিগুড়ি,০৫.৪০,আলিপুরদুয়ার,১২.৪০,হাসিমারা,৪৭.৬০ মিলিমিটার।

 (বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *