একের পর এক দুর্ঘটনার কবলে রেল। আবারও ট্রেন দুর্ঘটনার খবর। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগল। দাউ দাউ করে জ্বলছে তিনটি কামরা। কী ভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার সঙ্গে সঙ্গেই এক্সপ্রেসের কামরা খালি করে দেওয়ার কাজ শুরু করেন রেলকর্মীরা। হতাহতের কোনও খবর মেলেনি।

Fire in Train: বিশাখাপত্তনমে কোরবা এক্সপ্রেসে আগুন, দাউ দাউ করে জ্বলছে কামরা

National News
Share this news

কয়েক মাস ধরে একের পর এক দুর্ঘটনার কবলে রেল। আবারও ট্রেন দুর্ঘটনার খবর। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম(Bishakhapattanam) স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন(Fire In train) লাগল। দাউ দাউ করে জ্বলছে তিনটি কামরা। কী ভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার সঙ্গে সঙ্গেই এক্সপ্রেসের কামরা খালি করে দেওয়ার কাজ শুরু করেন রেলকর্মীরা। হতাহতের কোনও খবর মেলেনি।

রবিবার সকালে কোরবা এক্সপ্রেস(Korba Express) বিশাখাপত্তনম স্টেশনে এসে পৌঁছনোর পরই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসের এ১ কামরায় প্রথমে আগুন দেখতে পান যাত্রীরা। তাঁরাই খবর দেন রেল কর্তৃপক্ষকে। সেই আগুন বি৬ এবং বি৭ কামরাতেও ছড়িয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলকর্মীরা। দ্রুত ট্রেনের সব কামরা খালি করে দেওয়া হয়। তার পর ট্রেনটিকে স্টেশন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের তরফে জানা যায়, ট্রেন স্টেশনে থামার পর যাত্রীরা একে একে নামছিলেন। সে সময়ই আচমকা একটি বাতানুকূল কামরায় আগুন ধরে যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের কামরাগুলিতেও। কালো ধোঁয়ায় ছেয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্টেশন চত্বরে। উল্লেখ্য, ট্রেনটি কোরবা থেকে বিশাখাপত্তনমে আসে। তার পর সেখান থেকেই ট্রেনটি তিরুপতি যাওয়ার কথা ছিল। বিশাখাপত্তনমে এক্সপ্রেসটি পৌঁছনোর পরই আগুন লেগে যায়। ফলে ট্রেনটি বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। কীভাবে আগুন লাগল সে বিষয়টি এখনও জানা যায়নি।

বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *