প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে অশান্ত বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা। সোমবার সেই ইস্তফার কথা ঘোষণা করলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

Sheikh Hasina: প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা, সেনাবাহিনীর দখলে বাংলাদেশ?

International News Politics
Share this news

প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা(resignation) দিয়ে অশান্ত বাংলাদেশ(Bangladesh) ছাড়লেন শেখ হাসিনা(Sheikh Hasina)। সোমবার সেই ইস্তফার কথা ঘোষণা করলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন হাসিনা, বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রের খবর। শেখ হাসিনার সঙ্গে রয়েছেন তাঁর বোন শেখ রেহানা। সূত্রের খবর, স্থানীয় সময় দুপুর আড়াইটেয় নিজের বাসভবন থেকে সামরিক হেলিকপ্টারে রওনা দিয়েছেন শেখ হাসিনা।বিমানে প্রাথমিকভাবে দিল্লিতে যাবেন তিনি, এমনটাই মনে করা হচ্ছে। 

এদিকে সংরক্ষণের বিরোধিতায় লাগাতার আন্দোলনে  মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে সেখানে। অগ্নিগর্ভ বাংলাদেশ।রবিবার সন্ধ্যে থেকে কারফিউ জারি করা হয়েছে গোটা বাংলাদেশে। এই পরিস্থিতিতে, বাংলাদেশ সেনাবাহিনীর দখলে রয়েছে। পুলিশের পরিবর্তে নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়েছে সেনাবাহিনী। রাস্তায় নেমে পড়েছে সাঁজোয়া গাড়ি।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনব। দয়া করে হত্যা, সংঘর্ষ থেকে বিরত হন। আমার কথামতো চললে, আমরা একসঙ্গে কাজ করলে, নিঃসন্দেহে সুন্দর পরিণতির দিকে অগ্রসর হতে পারব। দয়া করে সাহায্য করুন। মারামারির মধ্যে দিয়ে কিছু পাব না। ধ্বংসযজ্ঞ, অরাজকতা থেকে বিরত হন। নিশ্চিতভাবে সকলে সুন্দর ভবিষ্যতের দিকে যাব। সমস্ত অন্যায়ের বিচার করা হবে। সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়েছে। দলের প্রধানরা বৈঠকে উপস্থিত ছিলেন। সমস্ত হত্যা-অন্যায়ের বিচার হবে।’ সেনাপ্রধান এদিন বলেন, ‘আমরা এখন বঙ্গভবনে যাব। সেখানে অন্তবর্তী সরকার গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।’

অন্যদিকে চরম অশান্ত বাংলাদেশ। প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা। গোটা গণভবন জনতার দখলে। বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত ভবন আন্দোলনকারীদের দখলে। বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তি ভাঙছেন বিক্ষোভকারীরা। তুমুল অশান্ত গোটা বাংলাদেশ। গোটা পরিস্থিতি এমন অবস্থায় দাঁড়াচ্ছে যে বিষয়টি আরও অবনতির দিকে যাচ্ছে। ধানমন্ডিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের মোবাইল পরিষেবা, ইন্টারনেট পরিষেবাও।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *