কোটা বিরোধী লাগাতার আন্দোলনে সরকার পতনের পরই মুক্তি পেলেনবাংলাদেশের ( Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি(BNP)র চেয়ারপার্সন খালেদা জিয়া(Khaleda Zia)।দুর্নীতির সম্পর্কিত দুটি মামলায় কারাবন্দি ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠকের পরই সোমবার রাতে ওই দেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন ঘোষণা করেছিলেন। মঙ্গলবার সরকারি নির্দেশিকা জারি করে খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দেওয়া হল।
কে খালেদা জিয়া(Who is Khaleda Zia)?
১৯৮১ সালে ৩০মে বাংলাদেশের সেই সময়ের রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল, সেইসময় স্ত্রী খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ। সেইসময় দুই শিশু সন্তানকে নিয়ে ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন খালেদা জিয়া । এরপর বহু জল গড়িয়েছে। খালেদা জিয়া যখন রাজনীতিতে আসেন সেটা অনেককে চমকে দিয়েছিল। রাজনীতি নিয়ে তাঁর আগ্রহও বিশেষ ছিল না। কিন্তু একটা সময় বিএনপি দলের হাল ধরতে সেই দলেরই একাংশ তাঁকে রাজনীতি নিয়ে আসে।রাজনীতিতে আসার ১০ বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা জিয়া। তাঁর রাজনৈতিক জীবনে যেমন সংগ্রাম ছিল তেমনই অনেক ভুলও ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। শেখ হাসিনার বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন এই খালেদা জিয়া।
প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি-র নেত্রী খালেদা জিয়া দুর্নীতির দু’টি মামলায় সাজা পেয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হয়েছিলেন। তাঁর মোট ১৭ বছরের জেলের সাজা হয়। দু’বছরের বেশি সময় তিনি জেলে ছিলেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে হাসিনার সরকার এক অন্তর্বর্তী আদেশে খালেদার সাজা ২০২০ সালের ২৫ মার্চ স্থগিত করে তাঁকে শর্তসাপেক্ষে গৃহবন্দি রাখার সিদ্ধান্ত নিয়েছিল। তবে তার মেয়াদ ছিল ছ’মাস। তার পর থেকে ছ’মাস পর পর গৃহবন্দিত্বের মেয়াদ বাড়িয়েছে সরকার।অতএব জেল থেকে মুক্তি মিললেও কার্যত গৃহবন্ধি ছিলেন খালেদা। স্বাধীন জীবনযাপনে অনেক বিধিনিষেধ ছিল তাঁর। শেষপর্যন্ত মঙ্গলবার সম্পূর্ণ মুক্তি পেলেন খালেদা।
উল্লেখ্য, সোমবার শেখ হাসিনার ইস্তফার পরই নাটকীয় পরিবর্তন বাংলাদেশজুড়ে। খালেদা জিয়ার মুক্তির পাশাপাশি গতকালের প্রতিশ্রুতি মতো বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই সংসদও ভেঙে দিলেন রাষ্ট্রপতি।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)