বৃহস্পতিবার অন্তরবর্তী সরকার গঠন হতে চলেছে বাংলাদেশে। সোমবার শেখ হাসিনার ইস্তফার পর মঙ্গলবার সংসদ ভেঙে দেন ওদেশের রাষ্ট্রপতি। এবার ভোট না হওয়া পর্যন্ত দেশকে তদারকি করতে অন্তরবর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Bangladesh Interim Government: ডঃ ইউনুসকে প্রধান রেখে বৃহস্পতিবার অন্তরবর্তীকালীন সরকার গঠন বাংলাদেশে

International News Politics
Share this news

বৃহস্পতিবার অন্তরবর্তী সরকার(Interim Government) গঠন হতে চলেছে বাংলাদেশে(Bangladesh)। সোমবার শেখ হাসিনার(Sheikh Hasina) ইস্তফার পর মঙ্গলবার সংসদ ভেঙে দেন ওদেশের রাষ্ট্রপতি। এবার ভোট না হওয়া পর্যন্ত দেশকে তদারকি করতে অন্তরবর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুসকে(Md. Yunus) সশস্ত্র বাহিনী সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে ১৫ জনের মতো। দু-এক জন বেশিও হতে পারে। বুধবার বিকেলে সেনাসদরে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান এসব কথা বলেন।

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, এতদিন বাংলাদেশে ছিলেন না অধ্যাপক ইউনুস। বৃহস্পতিবারই দেশে ফেরার কথা তাঁর, সূত্রের খবর।

এদিকে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। ইউনূস সেন্টারের এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার বলা হয়েছে, ‘আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যাঁরা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন। অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যাঁরা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। আসুন, আমরা আমাদের এ নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি। আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে, সব ধরনের সহিংসা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি এবং ছাত্র ও দলমত–নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি।’

অন্যদিকে, ধ্বংস, প্রতিশোধ, প্রতিহিংসা নয়, ভালোবাসা ও শান্তির সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি বলেছেন, তরুণেরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সে স্বপ্ন বাস্তবায়নে মেধা, যোগ্যতা, জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে’।

 (বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *