অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট প্রযোজনায় এবার আসছে ‘জোড়াতার’। ইতিমধ্যেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারে তুলে ধরা হয়েছে সমাজের বেশ কিছু বাস্তব ঘটনা। যা অনবরত চারিপাশে ঘটে চলেছে। বেশ কিছু নতুন মুখ দেখা যেতে চলেছে এই সিনেমার মাধ্যমে। ছবিতে বন্ধুত্ব, দাম্পত্য কলহ, প্রতিদিনের স্ট্রেসফুল লাইফ সহ আরও অনেক সামাজিক ঘটনা তুলে ধরা হয়েছে।
এই সমস্ত ঘটনার মোকাবিলা কীভাবে করবে মানুষ, কিভাবে এগিয়ে নিয়ে যাবে নিজের জীবনকে সবকিছুই এই ছবিতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ট্রেলার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এবং দর্শকের মন কেড়েছে ‘জোড়াতার’ ছবির ট্রেলার।
ছবির গল্প সঞ্চালনায় রয়েছেন অভিষেক দত্ত। ছবির পরিচালক শুভ মল্লিক। এর পাশাপাশি ছবিতে অভিনয় করতে দেখা যাবে রূপা নন্দী, সুদীপ জোসেপ সরদার, রিম পল, অভিষেক দত্ত, তুহিন পাত্র এবং রাজদীপ ছেত্রীকে। হেরে গেলেই জীবন শেষ হয়ে যায় না বা জীবন থেমে যায় না সেখান থেকেই শুরু হয় জীবনে নতুন কিছু সূচনার আর ‘জোড়াতার’ দর্শকদের সেই কথাই বলবে।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)