শুক্রবার আরজিকর মেডিক্যাল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হল এক মহিলা ট্রেনি চিকিৎসকের দেহ। জানা গিয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশনের দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া গতকাল অনকল ডিউটিতে ছিলেন।

RG Kar Medical College Hospital: আরজি করে মহিলা ট্রেনি চিকিৎসকের রহস্যমৃত্যু, মেয়েকে খুনের অভিযোগ বাবা-মায়ের

Bengal News
Share this news

শুক্রবার আরজি কর(RG Kar) মেডিক্যাল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হল এক মহিলা ট্রেনি চিকিৎসকের দেহ। জানা গিয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশনের দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া গতকাল অনকল ডিউটিতে ছিলেন।

আরজিকরে চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুতে শুক্রবার তিন সদস্যের তদন্ত কমিটি গড়লেন কর্তৃপক্ষ। কমিটির মাথায় থাকবেন ডিন। তদন্তের পর কমিটি রিপোর্ট দেবে স্বাস্থ্য দফতরকে। হাসপাতালে তদন্তে গিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ফরেন্সিক টিমও আসে হাসপাতালে। এই ঘটনায় স্বতঃপ্রবৃত্ত হয়ে মামলা করেছে রাজ্য মহিলা কমিশন। এদিন হাসপাতালে গিয়ে সে কথা জানিয়েছেন চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়।

অভিযোগ উঠেছে, তরুণীকে খুন করা হয়েছে। তাঁর মা-ও সেই দাবি করেছেন। একই দাবি করেছেন তৃণমূলের বিধায়ক নির্মল ঘোষ। তাঁকে আঘাত করে খুন করা হয়েছে বলে অভিযোগ।তরুণীর শরীর থেকে রক্তপাত হয়েছে। ময়নাতদন্ত এবং ভিসেরা পরীক্ষার রিপোর্ট প্রকাশিত হওয়ার পর বিষয়টি আরও স্পষ্ট হবে।এই ঘটনার প্রতিবাদে ধরনায় বসেন জুনিয়র ডাক্তাররা।

 (বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *