আরজি কর(RG Kar) কাণ্ডে এবার আসরে জাতীয় মহিলা কমিশন(National Commission for women)।সোমবার লালবাজারে বৈঠকের পর মঙ্গলবার আরজি কর হাসপাতালে গেলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা।ঘণ্টাচারেক সময় আরজি করে ছিলন তাঁরা। সেখান থেকে বেরিয়ে সাংবাদিক সম্মেলন করেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধরা। তাঁরা জানালেন, নিরাপত্তার যথেষ্ট অভাব রয়েছে আরজি কর ক্যাম্পাসে। পর্যাপ্ত সিসি ক্যামেরারও নেই বলে জানিয়েছেন তাঁরা। পাশাপাশি তাঁদের অভিযোগ, প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ নিহত তরুণীর প্রতি যথেষ্ট অসংবেদনশীল মন্তব্য করেছেন। এমনকি মেয়েটির নামও নেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁদের। সেই কারণে প্রিন্সিপালের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে তাঁদের তরফে।
জাতীয় মহিলা কমিশনের তরফে সাংবাদিকদের জানানো হয়, “আরজি কর কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। অথরিটির তরফে কিছুটা সময় চাওয়া হয়েছে দাবি পূরণের জন্য। ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে কর্তৃপক্ষের কাছ থেকে। পুলিশের কাছ থেকে কালই রিপোর্ট আমরা পেয়েছি।”
কমিশনের একজন সদস্য জানান, তাঁরা এই নৃশংস ঘটনার তদন্তের গতিপ্রকৃতি ভাল করে খতিয়ে দেখবেন। পাশাপাশি রাজ্যের গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কমিশনকে জানাবেন বলেও জানান তিনি।প্রয়োজন হলে আরও অতিরিক্ত দিন থেকে, গোটা ঘটনা তাঁরা সরেজমিনে খতিয়ে দেখবেন বলেও জানিয়েছেন তাঁরা
এদিন আরজি কর হাসপাতালের নতুন অধ্যক্ষ সুহৃতা পাল এবং নতুন সুপার বুলবুল মুখোপাধ্যায়ের সঙ্গেও কথাও বলেন তাঁরা। দেখা করেন আন্দোলনকারী জুনিয়ার ডাক্তারদের সঙ্গে। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছে কমিশন।
উল্লেখ্য, আরজিকর কাণ্ডে মুখ্যসচিব ও ডিজিকে নোটিশ জাতীয় মহিলা কমিশনের। সোমবার শহরে আসার পরে জাতীয় কমিশনের দুই প্রতিনিধি লালবাজারে যান। সেখানে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন তাঁরা, পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকও করেন। নিহত মহিলা চিকিৎসকের বাড়িতেও যান কমিশনের প্রতিনিধিরা।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)