বউবাজারে দুর্গা পিতুরি লেনে ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মীয়মাণ টানেলে জল। পরিস্থিতি খতিয়ে দেখতে KMRCL-এর আধিকারিকরা পৌঁছলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

East West Metro: মেট্রোর নির্মীয়মাণ টানেলে জল, সেন্ট্রাল মেট্রোয় বউবাজারের বাসিন্দাদের বিক্ষোভ!

Bengal News
Share this news

বউবাজারে(Bowbazar) দুর্গা পিতুরি লেনে ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মীয়মাণ টানেলে জল। পরিস্থিতি খতিয়ে দেখতে KMRCL-এর আধিকারিকরা পৌঁছলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আধিকারিকদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বচসা, ধস্তাধস্তির উপক্রম হয়। ঘটনার প্রতিবাদে সেন্ট্রাল মেট্রো স্টেশনে ঢুকে বউবাজারের বাসিন্দারা বিক্ষোভ দেখান। ভেন্ডিং মেশিনের সামনে বসে পড়েন তাঁরা। ‘এভাবে চলতে পারে না। সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আমাদের।’ এমনই মন্তব্য করেন বিক্ষোভকারীরা। যদিও কিছুক্ষণ পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ভেন্ডিং মেশিনের সামনে থেকে তাঁরা সরে গেলে আবার যাত্রীরা যাতায়াত শুরু করে। গতকাল রাতে ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মীয়মাণ টানেলে জল ঢুকে যায়। তড়িঘড়ি সেখান থেকে হোটেলে সরানো হয়েছে এলাকার ১১টি বাড়ির ৫২ জনকে।

মেট্রো রেলের একেবারে শেষ ধাপের কিছু কাজ এখন চলছে সুড়ঙ্গের মধ্যে। সেখানেই শ্যাফটের নীচে জল বেরিয়ে আসে পুনরায়। মেট্রোর ইঞ্জিনিয়াররা জানিয়েছেন এটা বিপদজনক ব্যাপার নয়। কিন্তু রাজ্যের এসওপি অনুযায়ী বউবাজারে কিছু হলেই যেন বাসিন্দাদের সরানো হয়। তাই বাসিন্দাদের সরিয়ে দেওয়া হল। সমস্ত আধিকারিকরা বউবাজারে গিয়েছেন।

 প্রসঙ্গত ২০১৯ সালে এই সময়েই একের পর এক বাড়ি ভেঙে পড়ে বউবাজারে মেট্রোর কাজ করতে গিয়ে।মেট্রো রেলের এক আধিকারিক অবশ্য জানিয়েছেন, দ্রুত এই সমস্যা মিটে যাবে। এরপর পর্যবেক্ষণের পর বাসিন্দারা বাড়ি ফিরে আাসতে পারবেন। কিন্তু বাসিন্দাদের অভিযোগ, ২৬ তারিখ হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল কাজ হওয়ার জন্য। এরপর ২ তারিখ ফিরে আসার অনুমতি দেওয়া হয় সব ঠিক আছে বলে৷ কিন্তু গতকাল, বৃহস্পতিবার রাতে আবার জরুরি ভিত্তিতে বেরিয়ে যেতে বলা হয় তাঁদের। আর কতদিন এভাবে চলবে। এটাই এখন বাসিন্দাদের প্রশ্ন ৷

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *