মাত্র ৪৮ বছরেই শেষ হয়ে গেল তাঁর জীবনের অধ্যায়। প্রয়াত হলেন ছোটপর্দার জনপ্রিয় মুখ বিকাশ শেঠি(Vikas Sethi Demise)। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার।জনপ্রিয় অনেক হিন্দি মেগাসিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে। ‘কিউকিঁ সাস ভি কভি বহু থি’ (Kyunki Saas Bhi Kabhi Bahu Thi), ‘কহি তো হোগা’ (Kahiin To Hoga) বা ‘কসৌটি জিন্দেগি কে’র মতো ২০০০ সালের আশেপাশে সময় মুক্তি পাওয়া একাধিক জনপ্রিয় ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় মুখ ছিলেন বিকাশ। বেশ কিছু হিন্দি ও তেলেগু ছবিতেও কাজ করেছেন তিনি।
শাহরুখ খান, হৃত্বিক রোশনের মাল্টিস্টারার জনপ্রিয় ‘কভি খুশি কভি গম’ ছবিতে করিনার কলেজের বন্ধু রবির চরিত্রে দেখা যায় তাঁকে। বিকাশের পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী জাহ্নবী শেঠি, এবং তাঁদের যমজ ছেলে।বিকাশ অত্যন্ত স্বাস্থ্য ও শরীর সচেতনও ছিলেন। প্রায়ই তাঁকে ফিটনেস ভিডিও পোস্ট করতে দেখা যেত। ঘুমের মধ্যে ভয়াবহ হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা । তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)