সম্প্রতি আরজি কর-কাণ্ড নিয়ে তোলপাড় গোটা মহানগর। তার মধ্যেই আরেক কাণ্ড ঘটে গিয়েছে টলিপাড়ায়।সেই কিছুটা টালমাটাল পরিস্থিতি এ শহরের বিনোদন জগতে।যৌন হেনস্থার অভিযোগে বিদ্ধ পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করেছে ডিরেক্টর্স গিল্ড।

Arindam Shil: যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড পরিচালক অরিন্দম শীল! কী বলছেন টলি অভিনেত্রীরা?

Entertainment News
Share this news

সম্প্রতি  আরজি কর-কাণ্ড নিয়ে তোলপাড় গোটা মহানগর। তার মধ্যেই আরেক কাণ্ড ঘটে গিয়েছে টলিপাড়ায়।সেই কিছুটা টালমাটাল পরিস্থিতি এ শহরের বিনোদন জগতে।যৌন হেনস্থার অভিযোগে বিদ্ধ পরিচালক অরিন্দম শীল(Arindam Shil)কে সাসপেন্ড করেছে ডিরেক্টর্স গিল্ড।

এক অভিনেত্রী পরিচালকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ এনে মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। যদিও পরিচালক তাঁর অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। তবে মহিলা কমিশনের তরফে অভিযোগ পেয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এরপরই সকলের সম্মতিতে এই পদক্ষেপ নেয় ডিরেক্টর্স গিল্ড। সেই অনুযায়ী অনির্দিষ্ট কালের জন্য পরিচালকের বিরুদ্ধে এই বিশেষ নির্দেশ কার্যকর করা হয়েছে। যে দিন তিনি ‘নির্দোষ’ শংসাপত্র পাবেন, সে দিন থেকে আবার আগের মতো কাজ শুরু করতে পারবেন বলে জানিয়েছে ডিরেক্টরস গিল্ড।

ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে সমাজমাধ্যমে একাধিক অভিনেত্রী ক্ষোভ উগরে দিয়েছেন।মুখ খুলেছেন অরিন্দমের তুতো বোন দেবলীনা দত্ত (Debleena Dutta)। একটি সংবাদমাধ্যমকে দেবলীনা জানিয়েছেন, ‘সহকর্মীদের থেকে অরিন্দমদার বহু অভিযোগ শুনেছি। গত বেশ কয়েক বছর ধরে শুনে এসেছি। তার মধ্যে বেশ কিছু অভিযোগ আমি ব্যক্তিগতভাবে নিজে শুনেছি। সেগুলো প্রকাশ্যেই আসেনি। আমি এতদিন এই বিষয়ে কিছু বলিনি। আসলে মানুষটাতো সম্পর্কে আমার দাদা। আমার কাছে সম্মানের ছিলেন। তিনি সম্মান হারিয়েছেন। রাগের থেকেও বেশি দুঃখ হচ্ছে। আমি ও মা দুজনেই খুব আহত। একবারই একটা অভিযোগ নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু, অরিন্দমদা বলেছিলেন তাঁকে ফাঁসানো হচ্ছে। পুরো ঘটনাই মিথ্যা। তাই আমি একটু সংশয়ে ছিলাম। কিন্তু তারপর থেকে একাধিক অভিযোগ শুনেছি। একই মানুষের বিরুদ্ধে একইরকম অভিযোগ তো বারবার উঠতে পারে না।’

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়(Swastika Mukherjee) লেখেন, ‘‘পাপের ঘড়া উল্টোয়। ভেবেছিলাম বোধহয় নিজের জীবনে দেখে যেতে পারব না। ভগবান তুমি এই কথাটুকু যে রেখেছ, এই অনেক। ২০ বছর সময় লাগল, সে লাগুক। আমাদের জগতের সমস্ত মেয়েদের বলছি। সময় এসেছে, সম্মান দখল করার। আর ভয় নয়। গলা তুলে, আঙুল তুলে চিৎকার করে নোংরা লোকগুলোর মুখোশ টেনে ছিঁড়তে হবে। সবাই বেরিয়ে এসো। হাত ধরে একসঙ্গে সরব হই। এটা আমাদের ন্যায্য অধিকার।’’

টলিপাড়ায় একাধিক নারী নির্যাতনের ঘটনায় চিন্তিত উষসী চক্রবর্তী(Ushasi Chakrabarty)। তবে কোনও নির্দিষ্ট ব্যক্তিকে নিয়ে তিনি কোনও মন্তব্য করতে নারাজ। উষসী বললেন, ‘‘এটা একটা সিস্টেম হয়ে দাঁড়িয়েছে! আর শুধু সিনেমা ইন্ডাস্ট্রির দিকে আঙুল তুলে লাভ নেই। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীকে হেনস্থা এবং বৈষম্যের শিকার হতে হয়। সম্মিলিত ভাবেই আমাদের তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে।’’

অন্যদিকে অভিনেত্রী শ্রীলেখা মিত্র(Srilekha Mitra) বলেছেন, শুধু অরিন্দম শীল নন, অন্য দিকে বহু অভিনেত্রীও কাজ পাওয়ার জন্য সুযোগ নিয়েছেন।’ এমনটাই  দাবি শ্রীলেখার

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *