আইফোন ১৬ (iPhone 16) বাজারে লঞ্চ করার আনুষ্ঠানিক ঘোষণা করে দিয়েছে অ্যাপল (Apple)। ‘গ্লোটাইম’ (Glowtime) অনুষ্ঠানেj মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের বহুল প্রত্যাশিত ফ্ল্যাগশিপ ফোনের নতুন মডেলের কথা ঘোষণা করে দিয়েছে।
নতুন আইফোনে থাকছে উন্নত হার্ডওয়্যার, আপডেটেড এআই (AI) এর ক্ষমতা ও আরও কার্যকর ডিজাইনের ওপর জোর দিয়েছে অ্যাপল। অ্যাপলের দাবি, এবার মুখের ভাষা ব্যবহার করেই আইফোন ১৬’র এআই সক্ষমতাকে কাজে লাগানো যাবে। কিছু সূক্ষ্ম পরিবর্তন ছাড়া ফোনটি প্রায় আগের মডেল আইফোন ১৫ (iPhone 15) এর মতোই দেখতে হবে।
অ্যাপল এর তরফ থেকে জানানো হয়েছে, নতুন আইফোনের পাশাপাশি অ্যাপল ওয়াচ (Apple Watch) সিরিজ ১০ ও এয়ারপড ৪ (Apple Airpod) -ও আসছে বাজারে।
আইফোন ১৬, ১৬ প্লাস, ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্সের বাজারে নিয়ে আসার কথা ঘোষণা করে দিয়েছে অ্যাপল। আল্ট্রামেরিন, টিল, গোলাপি, কালো ও সাদা এই রংগুলি পাওয়া যাবে। পাশাপাশি, প্রো মডেলের ডিসপ্লের আকার সামান্য বড় করা হয়েছে বলে জানা গিয়েছে। আইফোন ১৬ প্রোতে ৬.৩ ইঞ্চি স্ক্রিন ও প্রো ম্যাক্সে ৬.৯ ইঞ্চি স্ক্রিন থাকবে।
অ্যাপলের সর্বশেষ ঘোষণা মতে ১২৮ জিবি আইফোন ১৬’র দাম হবে ৭৯৯ ডলার (প্রায় ৯৫ হাজার ৮৮০ টাকা)। আইফোন ১৬ প্লাস (১২৮ জিবি) মডেলের দাম ৮৯৯ ডলার (প্রায় এক লক্ষ সাত হাজার ৮৮০ টাকা)। ২০ সেপ্টেম্বর থেকে ফোনগুলো মার্কিন বাজারে পাওয়া যাবে।
আইফোন ১৬’র ডিজাইনে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন ফোনের পেছনের দুইটি রিয়ার ক্যামেরা (আজকাল সেলফি ক্যামেরা নামেও পরিচিত) ওপর-নিচে বসানো হয়েছে। সর্বশেষ আইফোন ১২ মডেলে এভাবে ক্যামেরার অবস্থান ছিল। যেখানে আইফোন ১৫, ১৪ ও ১৩ মডেলে এটি কোনাকুনি ভাবে রয়েছে।
এই পরিবর্তনের মাধ্যমে আইফোনের ‘স্প্যাশিয়াল ভিডিও’ ফিচারের কার্যকারিতা বাড়বে। তবে এ ধরনের ভিডিও উপভোগ করতে অ্যাপল ভিশন প্রো হেডসেট প্রয়োজন পড়বে।
আইফোন ১৫ প্রোর মতো ১৬ মডেলের ফোনগুলোতেও একটি অ্যাকশন বাটন থাকছে, যা কাস্টোমাইজ করা সম্ভব। আপনার পছন্দ অনুযায়ী এই বাটনের মাধ্যমে ক্যামেরা চালু বা নোটিফিকেশন সাইলেন্ট করার মতো আরও কিছু কাজ করতে পারবেন।
আইফোন ১৬ মডেলে থাকছে একটি নতুন ক্যামেরা কন্ট্রোল ফিচার। ফোনের এক পাশের বাটন চেপে এই ফিচার ব্যবহার করা যাবে। অ্যাপলের কর্মকর্তাদের মতে, এর মাধ্যমে ইউজাররা ‘ভিজুয়াল ইন্টেলিজেন্স’ (Visual Intelligence) সেবা পাবেন।
উদাহরণ হিসেবে বলা হয়, ক্যামেরা কন্ট্রোলে ক্লিক করে একটি রেস্টুরেন্টের দিকে ফোনটি তাক করলে আইফোন ১৬ সেই রেস্টুরেন্টের রিভিউ, মেনু এবং কীভাবে রিজার্ভেশন পাওয়া যাবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে। একই ভাবে, পোষা বেড়ালের দিকে তাক করে সেটি কোন জাতের বেড়াল, বা কোনও ভবন বা গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে তাক করে এই বাটন চাপলেও সেগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
আইফোন ১৬ ও ১৬ প্লাস মডেলে থাকছে এ১৮ চিপ। প্রোতে থাকছে এ ৮ প্রো চিপ। এই প্রসেসরগুলো অ্যাপলের এআই স্যুট ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ (Apple Intelligence) পরিচালনায় ব্যবহার হবে। শক্তিশালী এই প্রসেসরগুলো আগে শুধু আইফোন ১৫ প্রোর সঙ্গে যুক্ত ছিল।
আইফোন ১৬ প্রো মডেলে ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর ও ৫এক্স টেলিফটো ক্যামেরা থাকছে। সঙ্গে থাকবে ‘টেট্রাপ্রিজম লেন্স’ (Tetra Prism Lens )। অ্যাপল জানিয়েছে, এই আইফোন ১৬ প্রোর মাধ্যমে ফোরকে ১২০ এফপিএস ডলবি ভিশন অথবা স্লো-মো ভিডিও রেকর্ড করা যাবে। আইফোন ১৬ মডেলের মূল ক্যামেরাটি একটি ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। এতে ১২ মেগাপিক্সেল ২এক্স টেলিফটো অপশন ও ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা সুবিধা রয়েছে। সঙ্গে থাকছে অটোফোকাস ও ম্যাক্রো ফটোগ্রাফি ফিচার।