এবার আন্দোলনরত ডাক্তারদের সরাসরি হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।বুধবার বিধানসভার বৈঠকে যোগ দিতে এসে একেবারে হুঁশিয়ারি দিলেন বিধায়ক।

Humayun Kabir: ‘পাবলিক মরছে, ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন?’ আন্দোলনরত ডাক্তারদের হুঁশিয়ারি হুমায়ুন কবীরের

Bengal News Politics
Share this news

এবার আন্দোলনরত ডাক্তারদের সরাসরি হুঁশিয়ারি দিলেন  তৃণমূল বিধায়ক(TMC MLA) হুমায়ুন কবীর(Humayun Kabir)।বুধবার বিধানসভার বৈঠকে যোগ দিতে এসে একেবারে হুঁশিয়ারি দিলেন বিধায়ক।  ‘ডাক্তাররা শুধু নিজেদের স্বার্থ দেখলে, আমরাও মানুষের স্বার্থ রক্ষায় এবার রাস্তায় নামব, ডাক্তাররা সরকারি ভাতা-বেতন নিচ্ছেন, মানুষকে পরিষেবা দেওয়া তাঁদের দায়িত্ব, সেই জায়গায় আমরা হাত দিলে তখন কী হবে? হয় ডিউটি করতে হবে, নয় চাকরি ছাড়তে হবে। একজনকে ধর্ষণ করে খুন করা হয়েছে, অপরাধীর শাস্তি আমরাও চাই, কিন্তু সেটা নিয়ে দিনের পর দিন পরিষেবা বন্ধ করলে প্রতিরোধের অধিকার আমাদেরও আছে, পাবলিক মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন? ডাক্তারদেরও ঘেরাওয়ের অধিকার সংবিধান আমাদের দিয়েছে’, হুঙ্কার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের।

হুমায়ুন কবীরের কথা প্রেক্ষিতে পাল্টা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘উনি এবার বুঝবেন, জামাকাপড় খুলে এসছে। আলতু ফালতু কথা বলে লাভ নেই। জনরোষ কাকে বলে বুঝতে পারবেন ওনারাই, যদি সমাধান না করেন।’

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *