রবিবার দিল্লিতে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা করলেন তিনি। কেজরিওয়াল জানিয়েছেন, আগামী দু'দিনের মধ্যে পদত্যাগ করছেন তিনি। মানুষের রায়ে নির্বাচিত হন যদি, তবেই ফিরবেন।

Arvind Kejriwal: মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চলেছেন কেজরিওয়াল! কেন এই সিদ্ধান্ত?

National News Politics
Share this news

 জেল থেকে মুক্তির পরই বড় ঘোষণা দিল্লির মুখ্যমন্ত্রীর।মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের(Arvind Kejriwal Resignation)। দু’দিন আগেই আবগারি মামলায় জামিন পেয়ে বেরিয়েছেন। রবিবার দিল্লিতে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা করলেন তিনি। কেজরিওয়াল জানিয়েছেন, আগামী দু’দিনের মধ্যে পদত্যাগ করছেন তিনি। মানুষের রায়ে নির্বাচিত হন যদি, তবেই ফিরবেন। এমনটাই জানিয়েছেন তিনি।

আবগারী দুর্নীতি মামলায় ৬ মাল তিহাড় জেলে কাটিয়েছেন কেজরি। শুক্রবার সুপ্রিম কোর্টে জামিনে মুক্তি পান কেজরিওয়াল।জেল থেকে মুক্তি পেয়েই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত দিল্লির মুখ্যমন্ত্রীর। 

রবিবার দুপুরে দিল্লিতে আম আদমি পার্টির কর্মীদের সম্মেলনে তিনি তাঁর ইস্তফার ঘোষণা করেন। পাশাপাশি, কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণও করেন তিনি। তিনি বলেন, “দু’দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চলেছি। মানুষ রায় না দেওয়া পর্যন্ত আমি চেয়ারে বসব না। প্রত্যেক বাড়িতে যাব, দরজায় দরজায় পৌঁছব। মানুষের রায় না পাওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না।”  আইনে আদালতে জামিন পেয়েছেন তিনি। কিন্তু জনতার আদালতে কেজরিওয়াল সৎ না অসৎ, মানুষের রায় শোনার পরই আবার চেয়ারে বসবেন তিনি, এমনটাই জানিয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *