গত শুক্রবার জেলমুক্তির দুদিন পর গত রবিবারই কর্মী সম্মেলনে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। জনতার রায়ে ফের জিতে এসে আবার চেয়ারে বসতে চান কেজরিওয়াল, এমনটাই ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি। নিজের পূর্বঘোষণা মতোই মঙ্গলবারই পদত্যাগ করলেন তিনি। তাঁর এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে এসেছে কে হবেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী।ঘোষণা করা হল দিল্লির নয়া মুখ্যমন্ত্রীর নাম। কেজরিওয়ালের জায়গায় ওই পদে বসতে চলেছেন অতিশী মারলেনা(Atishi Marlena)।
এদিন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে দিল্লিতে পরিষদীয় দলের বৈঠক হয়। ওই বৈঠকেই অতিশী মারলেনার নাম প্রস্তাব করা হয়। তাতে সম্মতি দেন সকলেই। এই তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী(Delhi CM) পদে বসতে চলেছেন কোনও মহিলা। এর আগে সুষমা স্বরাজ এবং শীলা দীক্ষিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ শিসোদিয়া জেলে থাকাকালীন অর্থ, পূর্ত, শিক্ষা সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতর সামলেছেন অতিশী। এমনকী দিল্লিতে জল সঙ্কটের সময়ও সামাল দিয়েছিলেন তিনি। ৪৩ বছর বয়সী অতিশী মারলেনা বর্তমানে দেশের সর্ব কনিষ্ঠ মুখ্যমন্ত্রী। এদিকে এদিন বিকেলেই লেফটেন্যান্ট গর্ভনর বিনয় কুমার সাক্সেনার কাছে গিয়ে ইস্তফা দেন অরবিন্দ কেজরিওয়াল।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)