kolkata east west metro newsai24x7

জট কাটলো না কলকাতা ইস্ট- ওয়েস্ট মেট্রোর!

Bengal News
Share this news

জন্মদিনেও জট কাটলো না কলকাতার (Kolkata) ইস্ট- ওয়েস্ট মেট্রোর (East West Metro)। ৪০ বছরের জন্মদিন পালন করতে এসেও কোনরকম সদুত্তর দিতে পারলেন না মেট্রো রেলের জেনারেল ম্যানেজার। খুব স্বাভাবিকভাবেই তাই জট কাটলো না কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রোর। ২০২৫ সালে চালু হবে এমন কথা জানালেও ঠিক কবে থেকে বা কত দিনের মধ্যে শুরু হবে এই ইস্ট ওয়েস্ট মেট্রো তার কোনও সদুত্তর দিতে পারলেন না কলকাতা মেট্রোরেল এর জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি। তিনি জানান বেশ কিছু জটিলতা ছিল বেশ কিছু আইনি জটিলতাও ছিল সেই সবকিছুকেই ধীরে ধীরে এক এক করে কাটিয়ে উঠতে মেট্রো রেলের অনেকটাই সময় চলে গিয়েছে। মানুষের জীবন যেমন একদিকে গুরুত্বপূর্ণ তেমনি মানুষকে পরিষেবাটা দেওয়াও আমাদের অন্যতম একটা লক্ষ্য আর এই দুইয়ের মাঝখানে পড়েই যে জট তৈরি হয়েছিল সেই জট কাটাতে এখনো সম্পূর্ণভাবে মেট্রোরেল সক্ষম হয়নি। তবে আগামী বছর যে ইস্ট ওয়েস্ট মেট্রো চলাচল শুরু হয়ে যাবে সে কথা জানালেও সঠিকভাবে জানাতে পারলেন না ঠিক কবে থেকে শুরু হবে এই ইস্ট ওয়েস্ট মেট্রো চলাচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *