amar boromaa newsai24x7

অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তি সঞ্চার ঘটাবে ‘আমার বড়মা’

Entertainment
Share this news

অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তি সঞ্চার ঘটাচ্ছেন বড়মা। এ এক এমন মায়ের গল্প, যিনি নিজে সন্তান ধারণ করতে না পারলেও, সন্তানের প্রতি মায়া মমতা অন্য মায়েদের তুলনায় কম নয়।

অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টস (Avishek Dutta Galaxy Of Art Presents) এর প্রযোজনায় এবার মুক্তি পাচ্ছে আমার বড়মা। কালীপুজোর সময়ে প্রযোজক অভিষেক দত্তের হাত ধরে পর্দাপণ করবেন বড়মা। এ এক অন্য নারীর গল্প। যিনি সমাজের কাছে চিরলাঞ্ছিত, অবহেলিত। কিন্তু, এত ঝড় ঝাপটা সহ্য করেও তিনি হার মানতে শেখেননি। এ এক নারীশক্তির গল্প।

মুখ্য ভূমিকায় যিনি থাকছেন, তাঁর চরিত্রকে কেন্দ্র করে সমাজের একটা বড় দিক ফুটিয়ে তোলায় যথাসাধ্য চেষ্টা করেছেন পরিচালক অভিষেক দত্ত। মা না হয়েও একটা সন্তানকে কীভাবে ভালোবাসা যায়, স্নেহ পরায়ণ হওয়া যায় সেটাই আপনার দেখতে পাবেন এই ছবির মাধ্যমে। এরই পাশাপাশি, ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে সমাজে নিত্যদিন যে জঘন্য ঘটনা ঘটে চলেছে। আর সেই পরিস্থিতি থেকে কীভাবে নিজেকে সামলে তোলা যায়। অভিষেক তা ফুটিয়ে তুলতে চলেছেন এই ছবি দিয়ে। 

ছবিতে পরিচালকের ভূমিকায় দেখা যাবে অভিষেক দত্ত-কে। সহকারী পরিচালক ও স্ক্রিপ রাইটার হিসাবে কাজ করেছেন শুভ মালিক। একইসঙ্গে ছবিতে দেখা যাবে জয়শ্রী বনিক, মনীষা ঘোষ, ইপ্সিতা আরতদার, সুজয় পাণ্ডে, অন্ভী দাস-কে। মেকআপ ও পোশাকে সাহায্য করেছেন ইপ্সিতা আরতদার। সিনেমাটোগ্রাফার সব্যসাচী বর্ধন। এডিটিং এ সাহায্য করেছেন সব্যসাচী বর্ধন ও নীলাদ্রি বিশ্বাস

“আমার বড়মা” ছবির ট্রেলার ইতিমধ্যেই দর্শকের নজর কেড়েছে। এখন ছবির মুক্তির অপেক্ষায় রয়েছে দর্শক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *