মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে F.I.R করতে গিয়ে পাল্টা অগ্নিমিত্রা পলের (Agnimitra Paul) নামে FIR জমা পড়ল কোতোয়ালি থানায়। মেদিনীপুরের বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পালের(Agnimitra Paul ) বিরুদ্ধে থানায় F.I.R করল খোদ থানার সাব ইন্সপেক্টর।সরকারি কর্মীকে আটকে রাখা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ অগ্নিমিত্রার বিরুদ্ধে
বুধবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানাতে মেদিনীপুর কোতোয়ালি থানায় যায় বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল সহ দলীয় কর্মীরা।সেখানে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। পুলিশকে রীতিমতো ধমক দেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল
এরপর সাংবাদিকদের সামনে ক্ষোভ উগড়ে দিলেন অগ্নিমিত্রা।’একটা এফআইআর করতে গেলে আন্দোলন করতে হয়।একজন বিধায়িকার সঙ্গে এমন হলে পশ্চিমবঙ্গের গরীব মানুষের সঙ্গে কী হবে?’এরপর থানায় সাব-ইন্সপেক্টরের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ তুললে কথায় কথায় পুলিশের সঙ্গে থানায় বাইরে বচসায় জড়ায় বিজেপি নেত্রী
পুলিশ F.I.R না নেওয়ায় কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ-প্রতিবাদ বিজেপি নেতা-কর্মীদের। বিক্ষোভরত অবস্থায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফের গর্জে ওঠেন তিনি। বলেন,’মুখ্যমন্ত্রী দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছেন’।
এই ঘটনার পরেই অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে কোতোয়ালি থানাতেই অভিযোগ দায়ের করলেন থানায় কর্তব্যরত সাব-ইন্সপেক্টর রাজেশ মাঝি। শুধু অগ্নিমিত্রা পালই নয়, তালিকায় রয়েছেন আরও ১৫ জন বিজেপি কর্মীর নাম। তাদের বিরুদ্ধে পাঁচটি ধারায় মামলা রুজু করা হয়। সরকারি কর্মীকে আটকে রাখা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অগ্নিমিত্রা পাল, অরূপ দাস, শংকর গুচ্ছাইত, আশীর্বাদ ভৌমিক সহ মোট ১৬ জনের নাম রয়েছে এই F.I.R এ।