ভারতীয় পাবলিক ক্লাউড পরিষেবার বাজারের ওপর নজর রয়েছে অনেকে IT কোম্পানির। এই পরিষেবাকে আরো বড় ব্যবসাতে পরিণত করা ও ভারতীয় ব্যবসায়ীদের ক্লাউড সমাধান দেওয়ার লক্ষ্যে গাঁটছড়া বাঁধল ভারতী এয়ারটেল এবং গুগল ক্লাউড। গুগল ‘ফাস্ট ট্র্যাক ক্লাউড’ গ্রহণের জন্য ‘ক্লাউড টু ক্লাউড’ (Cloud to Cloud) সমাধান অফার করবে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে। জানা গিয়েছে, এয়ারটেল ২০০০-এর বেশি বড় উদ্যোগ এবং এক মিলিয়নের বেশি উদীয়মান ব্যবসাতে ক্লাউড পরিচালিত পরিষেবা সরবরাহ করবে বলে চুক্তিবদ্ধ হয়েছে। এর ফলে লক্ষমাত্রা সেট করা হয়েছে যে, ২০২৭ সালের মধ্যে ১৭.৮ বিলিয়ন ডলারের গ্রাফে এই ব্যবসাকে তুলে নিয়ে যাওয়ার। তবে এই সংখ্যা শুধুমাত্র অনুমান সাপেক্ষ। এয়ারটেল মোবাইল, ব্রডব্যান্ড এবং ডিজিটাল টিভিতে গুগল ক্লাউডের পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করবে। এতে ভারতে তো বটেই বিশ্বব্যাপী এয়ারটেলের বি২বি গ্রাহকরা এই সুবিধা পাবেন বলে জানা গিয়েছে।
গুগল ক্লাউড ও ভারতী এয়ারটেল তাদের এআই/এলএল নিয়ে আরো উন্নতমানের কাজ করার পাশাপাশি এআই প্রযুক্তিকে এর সঙ্গে জুড়ে দেওয়ার কাজ করবে। বিশেষ করে নজর দেওয়া হবে ট্রেন্ড বিশ্লেষণ, সাইট নির্বাচন, ঝুঁকি ব্যবস্থাপনা, বাজার মূল্যায়ন এবং সম্পদ ট্র্যাকিং। এর সঙ্গে বিপণন প্রযুক্তি সমাধান, গ্রাহকের চাহিদার পূর্বাভাস, কম খরচে নির্ভুল প্রাসঙ্গিক বিজ্ঞাপনগুলির সঙ্গে সামগ্রী তৈরির স্ট্রিমলাইনের জন্য ভয়েস বিশ্লেষণও করা হবে।
এয়ারটেলের তরফে বলা হয়েছে, ইউটিলিটি সেক্টরের জন্য এন্ড টু এন্ড আইওটি সমাধান তৈরি করা হচ্ছে, যা গুগল ক্লাউড পরিষেবা এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে এক জায়গায় এনে বিরামহীন, ত্রুটিমুক্ত এবং দ্রুত স্থাপন করতে পারবে। ক্লাউড বেসড সলিউশন ব্যবসাকে শক্তিশালী করতে পুণেতে ম্যানেজড সার্ভিস সেন্টার তৈরি করেছে এয়ারটেল। সেখানে রয়েছেন ৩০০-র বেশি বিশেষজ্ঞ। ক্লাউড পরিষেবাকে আরও ভালভাবে ব্যবহার এবং প্রযুক্তিগত উন্নতির জন্য কাজ করা হচ্ছে।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)