আলিপুর চিড়িয়াখানায় পশুপাখিদের এই তীব্র গরমে সুস্থ্য রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ

Alipore Zoo: কেমন আছে চিড়িয়াখানার পশুপাখিরা? গরমে বন্যপ্রাণ সুরক্ষিত রাখতে শীততাপ যন্ত্র, ফ্যান

Bengal News
Share this news

গ্রীষ্মের দাবদহনে নাজেহাল বঙ্গবাসী। কলকাতায় ৪০ ডিগ্রি চাপমাত্রা ছাড়িয়েছে।এই পরিস্থিতিতে কেমন আছে চিড়িয়াখানার পশু-পক্ষীরা!

আলিপুর চিড়িয়াখানায়(Alipore Zoo) পশুপাখিদের এই তীব্র গরমে সুস্থ্য রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। ভারতের সবথেকে প্রাচীন সরকারি চিড়িয়াখানা হল আলিপুরের এই জুলজিক্যাল গার্ডেনস।

চিড়িয়াখানার ডিরেক্টর জানিয়েছেন, এই গরমে চিড়িয়াখানায় পশুপাখিরা যাতে সুস্থ ও সুরক্ষিত থাকে, তার জন্য খাঁচার সামনে বসানো হয়েছে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র, ফ্যান। গায়ে  জল ছেটানোর জন্য রাখা হয়েছে স্প্রিঙ্কলার যন্ত্র।

তাদের স্নান ও পানের জন্য খাঁচার ভিতরে পর্যাপ্ত জলের ব্যবস্থা করা হয়েছে। আবার পানীয় জলে ওআরএস মিশিয়ে দেওয়া হচ্ছে, যাতে সেই জল খেয়ে তারা এই সুস্থযবোধ করে।তৃণভোজী প্রাণীদের তরমুজের মতো রসালো ফল খাওয়ানো হচ্ছে।

উল্লেখ্য আলিপুর চিড়িয়াখানায় পশু, পাখি, সরিসৃপ মিলিয়ে মোট ১০৮টি প্রজাতি রয়েছে। তাদেরকে গ্রীষ্মের দাবদহনের হাত থেকে সুরক্ষিত রাখতে তৎপর চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

1 thought on “Alipore Zoo: কেমন আছে চিড়িয়াখানার পশুপাখিরা? গরমে বন্যপ্রাণ সুরক্ষিত রাখতে শীততাপ যন্ত্র, ফ্যান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *