এই মুহুর্তে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই যে কথাটি বারবার নজরে আসছে, সেটা হল ’’All Eyes on Rafah’’, যার বাংলা অর্থ সবার নজর রাফার উপর। কিন্তু কেন এমন কথা ট্রেন্ডিং হল সোশ্যাল মিডিয়ায়?
ইজরায়েলি বিমান হামলায় গাজার রাফায় এক শরণার্থী শিবিরে শিশু সহ কমপক্ষে ৪৫ জন প্যালেস্তিনীয় নিহত হয়েছে।অন্তত আটটি ক্ষেপণাস্ত্র ছুড়ে গাজার একটি নিরাপদ এলাকা তাল আস-সুলতানে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
ওই এলাকায় কয়েক হাজার বাস্তুহারা প্যালেস্তিনিয়দের বাস, যেখানে বিমান হামলার ফলে একটি জ্বালানী ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে।
এর ফলে আগুন হু হু করে চারিদিকে ছড়িয়ে পড়ে, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়।ইজরায়েলি হামলায় এতগুলো প্রাণহানির পর নিন্দার ঝড় তুলেছে গোটা বিশ্ব। এই হামলার কারণে ইজরায়েলকে আন্তর্জাতিক ক্ষোভের মুখে পড়তে হয়েছে । রাফায় ইজরায়েলের অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক আদালত।
কেন ‘’All Eyes on Rafah’’ সোশ্যাল মিডিয়ায় ‘ট্রেন্ডিং’ হ্যাশট্যাগ?
ইজরায়েলের এই হামলার পর, আগুনে দগ্ধ দেহ এবং গুরুতর জখম মানুষদের ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই গোটা বিশ্বের নজরে আসে গাজার ঘটনা, যার অর্থই হল ‘All Eyes on Rafah’। আর এই হ্যাশট্যাগ গোটা বিশ্বের নজরের কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে বিষয়টিকে। কতটা দুর্দশার মধ্যে রয়েছে রাফার ওই শরণার্থীরা, সেটা বিশ্বের কোণায় কোণায় পৌঁছে দিতেই এই স্লোগান এখন ট্রেন্ডিং।
জানা গিয়েছে, “All Eyes on Rafah ” স্লোগানটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধিকৃত প্যালেস্তানি অফিসের ডিরেক্টর রিক পিপারকর্নের একটি বিবৃতি থেকে এসেছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতনিয়াহু রাফায় হামলার পরিকল্পনা নির্দেশ দেওয়ার পর গত চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মন্তব্য করেছিলেন ‘’All Eyes on Rafah’’.
প্যালেস্তিনীয়দের সমর্থনে সেখানকার সেনারা “All Eyes on Rafah ” হ্যাশট্যাগে বহু পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। লক্ষ লক্ষ পোস্টে “All Eyes on Rafah ” হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। বিভিন্ন সেলিব্রিটির তরফেও এর প্রচার চালানো হচ্ছে। বলি তারকা মাধুরী দীক্ষিত, বরুণ ধাওয়ান, তৃপ্তি ডিমরি সহ অনেকেই নিজের ইন্টাতে ছবি দিয়ে এই হ্যাশচ্যাগ ব্যবহার করেছেন। অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্রাভিস হেড, ব্রিটেনের গায়িকা থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরের মডেল, হলিউডের অভিনেতারাও সোশ্যাল মিডিয়ায় নিজেদের পোস্টে ব্যবহার করেছেন “All Eyes on Rafah “ অতএব ইজরায়েলের এই নক্কারজনক হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের স্লোগান এখন “All Eyes on Rafah “