জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্য জম্মু-কাশ্মীর নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক সারলেন অমিত শাহ। পাশাপাশি এমাসেই অমরনাথ যাত্রায় নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোন রকমের ফাঁক না থাকে তা নিশ্চিত করতে এই বৈঠকের আয়োজন করেছেন শাহ।

Amarnath Yatra-Amit Shah: ২৯ জুন থেকে অমরনাথ যাত্রা শুরু, জঙ্গি হামলার আশঙ্কায় জরুরি বৈঠকে শাহ

National News
Share this news

অমরনাথ যাত্রা(Amarnath Yatra) শুরুর আগে জরুরি বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী(Central Home Minister) অমিত শাহ(Amit Shah)।জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্য জম্মু-কাশ্মীর নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক সারলেন অমিত শাহ। পাশাপাশি এমাসেই অমরনাথ যাত্রা(Amarnath Yatra)য় নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোন রকমের ফাঁক না থাকে তা নিশ্চিত করতে এই বৈঠকের আয়োজন করেছেন শাহ।

এই বৈঠকে হাজির রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে, সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, আইবি ডিরেক্টর তপন ডেকা, সিআরপিএফ ডিজি অনীশ দয়াল, বিএসএফ ডিজি নীতিন আগরওয়াল এবং অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

২৯ শে জুন থেকে ফের শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা(Amarnath Yatra)। জম্মু-কাশ্মীরে পরপর তীর্থযাত্রীদের উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। অমরনাথ যাত্রায় কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি এবং অমরনাথ যাত্রার প্রস্তুতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির নর্থ ব্লকে স্বরাষ্ট্র মন্ত্রকে একটি বৈঠকে সভাপতিত্ব করেন। 

সম্প্রতি, জম্মুর রিয়াসিতে একটি তীর্থযাত্রী বোঝাই বাসে হামলার ঘটনায় নয়জন তীর্থযাত্রী নিহত হয় এবং একজন সেনাও নিহত হয়। এছাড়াও এই হামলায় শিশুসহ ৬ সেনা ও বহু যাত্রী আহত হয়েছেন। এরপরই অমরনাথ যাত্রায় সব নিরাপত্তা জোরদার করতে তৎপর শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *