নানা আড়ম্বর আয়োজনের পর অবশেষে আজ আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বহুল প্রতীক্ষিত বিবাহ।

Ambani Wedding: অনন্ত-রাধিকার বিবাহে তারকার ঢল! জাস্টিন বিবার থেকে কিম কার্দাশিয়ান, বাদ গেলেন না কেউই!

Entertainment International National News Photo Gallery
Share this news

চলতি বছরে কয়েক মাস ধরে প্রাক-বিবাহ অনুষ্ঠানের গোটা বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল। এবার নানা আড়ম্বর আয়োজনের পর অবশেষে আজ আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানি(Ananta Ambani) ও রাধিকা মার্চেন্টের(Radhika Merchent) বহুল প্রতীক্ষিত বিবাহ।

এ বিয়ের অনুষ্ঠানে হাজির থাকছেন বিভিন্ন রাজনৈতিক দলের স্বনামধন্য ব্যক্তিসহ দেশ-বিদেশের নামিদামি তারকারা। 

দুটি প্রাকবিবাহ অনুষ্ঠান আগেই সারা হয়েছে।একটি গুজরাটের জামনগরে অনুষ্ঠিত হয়েছে সপ্তাহব্যাপী। আরেকটি ইতালির আলিশান ক্রুজে। প্রাকবিবাহ অনুষ্ঠান মাতিয়েছেন বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্বরা।দেশ-বিদেশের ব্যবসা-বাণিজ্য-শিল্প, রাজনীতি, ক্রীড়া, বিনোদনসহ নানা অঙ্গনের খ্যাতনামা, ওজনদার ব্যক্তিরা যোগ দিয়েছেন।

বিখ্যাত পপ গায়ক জাস্টিন বিবার(Justin Bieber)। ছেলের বিয়েতে জাস্টিন বিবারকে গাওয়ানোর জন্য মুকেশ আম্বানিকে গুনতে হয়েছে ১০ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ১১৭ কোটি টাকা প্রায়।

হলিউডের বিখ্যাত আমেরিকান তারকা কিম কার্দাশিয়ান(Kim Kardashian) ও তাঁর বোন ক্লোয়ি কার্দাশিয়ান হাজির হয়েছেন। বিয়ের অনুষ্ঠানে লাল শাড়িতে সেক্সি লুকে অনন্ত-রাধিকার দ্যুতি ছড়ালেন কিম কার্দাশিয়ান।

এছাড়াও বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিত অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান, রণবীর সিং, হৃতিক রোশন থেকে ঐশ্বর্য, দীপিকা, আলিয়া, ক্যাটরিনা। এমনকি বিয়েতে যোগ দিতে আমেরিকা থেকে মুম্বই চলে এসেছেন প্রিয়ঙ্কা চোপড়া।

রয়েছেন ক্রীড়াবিদরাও,হার্দিক ধোনি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব প্রমুখ।

এছাড়া আগেই বিল গেটস, জাকারবার্গ, রিয়ান্নাদের সরব অংশগ্রহণ ছিল প্রাকবিবাহের অনুষ্ঠানে। 

 (বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *