Ambubachi Astrological Tips: অম্বুবাচীতে কী করলে শুভ ফল ও পুণ্য লাভ হবে জেনে নিন

Astro
Share this news

অম্বুবাচী হলো বর্ষা তথা উর্বরতার প্রতীক, এই উৎসবকে শাক্ত পার্বণও বলা হয়। জুন মাসেই পড়ে যাবে বাংলার আষাঢ় মাস৷ ১ আষাঢ় পড়েছে ১৬ জুন৷ এবার এই মাসেই পালিত হবে অম্বুবাচী।

এ বছর অম্বুবাচী শুরু হবে ২২ জুন, শনিবার৷ অম্বুবাচী চলবে ২৫ জুন, বুধবার পর্যন্ত৷

এই সময়ে বিশেষ কিছু পালনীয় নিয়ম আছে৷ বলা হয় সেই আচার আচরণগুলি অনুসরণ করলে জীবনে শুভ ফল লাভ করা যায়৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা৷

অম্বুবাচী চলাকালীন দুধ এবং আম একসঙ্গে খাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷ এতে গৃহস্থের মঙ্গল সাধন হয়।

অম্বুবাচী চলাকালীন সাধ্যমতো দান করতে পারেন দরিদ্রদের৷ অন্ন, বস্ত্র দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

অম্বুবাচী চলাকালীন যত বেশি সম্ভব গুরুমন্ত্র এবং ইষ্টদেবতার নাম জপ করুন৷ এতে মানসিক শান্তির পাশাপাশি গৃহস্থ শান্তি ফিরে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *