মঙ্গলবার লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় ১১ টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চল মিলিয়ে ৯৩ টি আসনে ভোট গ্রহণ হয়েছে।এদিন ভোটের ময়দানে নেমেছিলেন মোদীর সেনাপতি অমিত শাহ(Amit Shah)। গুজরাটে গান্ধীনগর(Gandhinagar) লোকসভা কেন্দ্রে ভোট ছিল এদিন। সেখানকার বিজেপি প্রার্থী তিনি।এছাড়া একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ ছিল এই দিন। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, বাসবরাজ বোম্মই, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রহ্লাদ প্যাটেল, দ্বিগবিজয় সিং, নারায়ণ রানে সহ একাধিক হেভিওয়েট নেতাদের ভাগ্য নির্ধারণ হয়ে গেল মঙ্গলবার তৃতীয় দফার ভোটে।
অন্যদিকে নরেন্দ্র মোদী ছাড়াও এই তৃতীয় দফায় ভোট দিলেন বহু রাজনৈতিক ব্যক্তিত্ব।সপরিবারে ভোট দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে সস্ত্রীক কর্নাটকের কালবর্গীতে ভোট দিলেন।
মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, বিজেপি নেতা ইয়েদুরাপ্পা , কংগ্রেস নেতা দ্বিগবিজয় সিং, এনসিপি প্রধান শরদ পাওয়ার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)