পঞ্চম দফা ভোটের প্রচারে মঙ্গলবার ফের বঙ্গে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। একই দিনে দু’টি জনসভা করেন তিনি। শাহের প্রথম সভা ছিল বনগাঁ লোকসভা কেন্দ্রে।বনগাঁ কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের(Shantanu Thakur) সমর্থনে প্রচারে এসে বাংলার কাছে ৩০ আসন চাইলেন অমিত শাহ। শান্তনু ঠাকুরকে জেতানোর আবেদন জানালেন।
এদিনের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক ইস্যুতে আক্রমণ শানালেন শাহ। বললেন, “পুরো বাংলায় দারিদ্র। মোদীজির নেতৃত্বে পুরো ভারত এগিয়ে গিয়েছে। এত জল থাকা সত্ত্বেও বাংলা পিছনে পড়ে গিয়েছে। মোদীজি দেশকে সুরক্ষিত করেছেন। আর মমতা দিদি বাংলায় শুধু অনুপ্রবেশকারী, কাটমানি, দুর্নীতির কাজ করেছেন।” সিএএ প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীকে নিশানা করে বললেন, “সিএএ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও বললেন, ‘‘মমতাদিদি আপনার সময় সমাপ্ত হয়ে এসেছে।’’ মতুয়াদের নাগরিকত্ব পাওয়া নিয়ে একরকম নিশ্চিত করে গেলেন তিনি। “দেশের কোনও শক্তি নেই যে সিএএ আটকাবে”। নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেসকে আক্রমণ শাহের।
রামমন্দির প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘নিমন্ত্রণ করা সত্ত্বেও রামমন্দির উদ্বোধনে যাননি রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তাঁদের ভোটব্যাঙ্ক। তাঁদের ভোটব্যাঙ্ক অনুপ্রবেশকারীরা। আপনারা নন।’’ । মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার জন্য কিছু করে থাকেন, সেটা হল অনুপ্রবেশকারী এবং দুর্নীতিকারীদের মদত। এমনটাই অভিযোগ শাহের। মমতা বন্দ্যোপাধ্যায় যে ইভিএম গন্ডগোলের অভিযোগ তুলছেন, তিনি যখন জিতেছিলেন, তখন এই ইভিএম-ই ছিল বলে কটাক্ষও করেন অমিত শাহ।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)