৭৭ তম কান ফিল্ম ফ্যাস্টিভ্যালের( Cannes Film Festival) মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করেছেন কলকাতার অনসূয়া সেনগুপ্ত(Anasuya Sengupta)।মাত্র চার দিনে শুট করা ‘দ্য শেমলেস’(‘The Shameless’) ছবির জন্য অনসূয়া ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে(the Un Certain Regard segment of the Cannes Filme Festival 2024) শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।
বুলগেরিয়ান চলচ্চিত্র নির্মাতা কনস্ট্যান্টিন বোজানোভ পরিচালিত এবং রচিত এই চলচ্চিত্রটি রেণুকাকে ঘিরে আবর্তিত হয়েছে, দিল্লির একটি পতিতাপল্লীতে একজন পুলিশকে হত্যা করে পালায় সে।এই চরিত্রেই অভিনয় করেছেন অনসূয়া।
পুরস্কার পেয়ে অনসূয়া সেটি উৎসর্গ করেন তৃতীয় লিঙ্গ ও অন্যান্য প্রান্তিক সম্প্রদায়ের মানুষদেরকে
কলকাতার অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত(Anasuya Sengupta)। তিনিই প্রথম ভারতীয়, যিনি কানে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন। সেই সঙ্গে এক ইতিহাসও গড়লেন বটে।তাঁকে শুভেচ্ছা পাঠিয়েছেন আলিয়া ভট্ট থেকে প্রিয়ঙ্কা চোপড়ার মতো বলি তারকারা। টলিউডের তারকারও তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
অনসূয়াকে নিয়ে বাড়তি আবেগ কলকাতার। কারণ, তিনি এই শহরের মেয়ে। কান থেকে ফেরার দু-দিন পর নিজের এতবড় সাফল্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। নিজের এই জয় উৎসর্গ করলেন ভারতীয় সিনেমার মহিলাদের।
কলকাতার লেক গার্ডেন্সের মেয়ে , যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তনী অনসূয়া সেনগুপ্ত ।মুম্বইয়ে মূলত প্রোডাকশন ডিজাইনারের কাজ করেন অনসূয়া সেনগুপ্ত, থাকেন গোয়ায়। অনসূয়া অভিনয় করেছিলেন অঞ্জন দত্তর ”ম্যাডলি বাঙালি” ছবিতে। কাজ করেছেন সৃজিত মুখোপাধ্যায়ের ‘রে’ সিরিজে। কানের মঞ্চে এত বড় সম্মান ও সাফল্যে গোটা দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছেন অনসূয়া। এতদিন অভিনয় জগতে তাঁর সুখ্যাতি ছিল, এবার গোটা দেশ তাঁর জয়গান করছে।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)