ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছিলেন অভিনেত্রী হবেন। সেই স্বপ্ন পূরণ করত গিয়ে কত আপত্তিজনক পরিস্থিতিতে পড়তে হয়েছিল।

Anne Hathaway: অডিশন দিতে গিয়ে ১০ জনের সঙ্গে ঘনিষ্ঠ হতে বলা হয়েছিল, অডিশনের অভিজ্ঞতা জানালেন অস্কারজয়ী অভিনেত্রী

Entertainment International News Photo Gallery
Share this news

ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছিলেন অভিনেত্রী হবেন। সেই স্বপ্ন পূরণ করত গিয়ে কত আপত্তিজনক পরিস্থিতিতে পড়তে হয়েছিল। যাঁর কথা বলছি তিনি যে সে অভিনেত্রী নন। হলিউডের প্রথম সারির অভিনেত্রী অ্যানি হ্যাথওয়ে।

দুই-দশক ধরে হলিউডে অভিনয় করছেন। অ্যানির ঝুলিতে অস্কার সহ একাধিক নজরকাড়া পুরস্কার। 

১৯৮২ সালে আমেরিকার ব্রুকলিনে জন্মগ্রহণ করেন অ্যানি হ্যাথওয়ে। পরে অবশ্য নিউ জার্সির মিলবোর্নে চলে যান পরিবারের সঙ্গে।

নিজের মাকে মঞ্চে অভিনয় করতে দেখে ছোটবেলায় অনুপ্রেরণা পেয়েছিলেন অ্যানি। তখন থেকে স্বপ্ন দেখতেন অভিনেত্রী হওয়ার।অ্যানির বাড়িতে প্রথমে আপত্তি করেছিল।

স্কুল-কলেজে পড়াকালীনই অভিনয় করতে শুরু করেছিলেন তিনি।১৯৯৯ সালে সম্প্রচারিত ‘গেট রিয়্যাল’ ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান

২০০১ সালে মুক্ত পাওয়া ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। এই ছবিতেই সাড়া ফেলে দেন অ্যানি। জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

এরপর ‘এলা এনচ্যান্টেড’, ‘দ্য ডেভিল ওয়েয়ার্স’, ‘ গেট স্মার্ট’ সহ একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের।

‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ এবং ‘অ্যালিস থ্রু দ্য লিকিং গ্লাস’ ছবিতে হোয়াইট কুইনের চরিত্র এবং ‘দ্য ডার্ক নাইট রাইসেস’ ছবিতে অভিনয় করে সাফল্যের শিখরে পৌঁছে যান অ্যানি হেথওয়ে।

হলিউডের প্রথম সারির অভিনেত্রী এক সাক্ষাত্কারে জানিয়েছিলেন, ২০০০ সালে তিনি অডিশন দিতে যেতেন, কাস্টিং ডিরেক্টররা তাাঁকে নাকি অন্য অভিনেতাদের সঙ্গে ঘনিষ্ঠ হতে বলতেন। অভিনেত্রীর দাবি, অডিশন দিতে গেল এই নিয়ম মেনে চলতেই হত।

একজন অভিনেত্রীকে সকলের মাঝখানে অন্য অভিনেতাদের সঙ্গে ঘনিষ্ঠ হতে বলা যেন সাধারণ ব্যাপার ছিল। তাতে নাকি জুটির সম্পর্কের রসায়ন ফুটে উঠবে।

তিনি আরও জানিয়েছিলেন, একবার অডিশন দিতে গিয়ে এক ভয়ানক অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন তিনি। তাঁকে বলা হয়েছিল ১০ জন অভিনেতা সঙ্গে সেদিন তাঁকে ঘনিষ্ঠ হতে হবে। সেই সঙ্গে তাঁকে প্রশ্ন করা হয়, তাঁর এই কথা শুনে কোনও উত্তেজনা কাজ করছে না?

কি উত্তর দেবেন ভেবে পাননি অ্যানি। তাঁর মনে হয়েছিল, নিজের মধ্যে কোনও গোলমাল আছে, কারণ তিনি একেবারেই উত্তেজিত ছিলেন না।পুরো বিষয়টা অত্যন্ত নোংরা লেগেছিল তাঁর। তবে এই ঘটনাগুলোর কোনও প্রতিবাদও তিনি করেননি, চুপ ছিলেন। কারণ তখন এইভাবেই অডিশন নেওয়া হত।

২০০৮ সালের চলচ্চিত্র উতসবে অ্যাডামের সঙ্গে আলাপ হয় অ্যানির। প্রথন দেখাতেই তাঁকে পছন্দ হয়েছিল অ্যানির এবং বিয়েও করবে ঠিক করেছিলেন। কিন্তু ৪ বছর সম্পর্কের পর সেটা আর বিয়ে পর্যন্ত গড়ায়নি।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *