Arijit Singh: পাক অভিনেত্রী মাহিরা খানের কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং, কারণ?

Entertainment News
Share this news

অরিজিৎ সিং এর দুবাইয়ের কনসার্ট নিয়ে এখন যত কাণ্ড। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে একটি ভিডিও। ভিডিওতে দেখা গিয়েছে, দুবাইতে কনসার্ট করছেন অরিজিৎ সিং। তাঁর সেই কনসার্ট ঘিরে দর্শক আসন ভরা। ভিড়ের মধ্যে দর্শকাসনে বসেছিলেন পাক অভিনেত্রী মাহিরা খান (Mahira Khan)। সবাই জানে, যিনি কিনা বলিউডে শাহরুখের (Shah Rukh Khan) বিপরীতে ‘রইস’ (Raees) ছবিতে অভিনয় করেছেন। তাই পাকিস্তান ছাড়াও মাহিরা এদেশেও বেশ পরিচিত মুখ। তিনিও দুবাইতে হাজির হয়েছিলেন অরিজিতের কনসার্ট শুনতে। তবে ঘটনা হল প্রথমে অরিজিৎ মঞ্চ থেকে ভিড়ের মধ্যে মাহিরাকে ঠিক চিনতে পারেননি।

পরে বুঝতে পেরে অরিজিৎ বলেন, ‘আপনারা হয়তো শুনলে চমকে যাবেন। আমি কী বলব? ঠিক আছে আমি একটু অন্যভাবেই বিষয়টা তুলে ধরি। ওখানে কি কোনও ক্যামেরা আছে? অনেকক্ষণ ধরে ওনাকে চেনার চেষ্টা করছিলাম, প্রথমে ঠিক বুঝতে পারছিলাম না। তারপর মনে পড়ল, আরে ওনার জন্যই তো আমি ‘জালিমা’ (Zaalima) গানটা গেয়েছিলাম। জালিমা গানটা গাওয়ার সময় মাহিরাও গাইছিলেন দাঁড়িয়ে। অথচ আমি চিনতে পারিনি, অত্যন্ত দুঃখিত। ম্যাম অসংখ্য ধন্যবাদ।’ 

সেই সময় কালো পোশাক পরে দর্শকাসনে বসেছিলেন মাহিরা খান। অরিজিতের কথায় একটু লজ্জা পেয়ে যান অভিনেত্রী। হাসিমুখে পাল্টা সকল দর্শকদের উদ্দেশে হাত নাড়েন মাহিরা। ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল (Viral) এই ভিডিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *