সম্পর্কে ভাঙন আগেই ধরেছিল, কিন্তু বন্ধুত্বটা আছে বলে সবাই জানত। কিন্তু গতকালের পর সেটাও আর বলা যাবে না। অর্জুন কাপুর(Arjun Kapoor) আর মালাইকা অরোরার(Malaika Orora) সম্পর্কে কি তিক্ততা চরমে পৌঁছেছে?
মঙ্গলবার মধ্যরাতে জুহুর বাড়িতেই অর্জুন কপূরের জন্মদিনের পার্টি হয়। পরিবারের সদস্যরা ছিলেন। এছাড়াও বি-টাউনের বহু তারকা উপস্থিত ছিলেন সেখানে। কিন্তু প্রতি বছর জন্মদিনে যিনি সবার আগে এসে উপস্থিত হতেন, সেই মালাইকা আরোরাই অনুপস্থিত। অর্জুনের জন্মদিনের পার্টিতে মালাইকার অনুপস্থিতিই যেন এবার তাঁদের বিচ্ছেদের খবরে শিলমোহর দিল। গুঞ্জনটা বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল বলিউডে। এ বার মালাইকা অর্জুনের জন্মদিনে না থাকায় তা আরও স্পষ্ট হয়ে গেল।
দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন মালাইকা-অর্জুন। সম্পর্ক কেন ভাঙল, তাও স্পষ্ট নয়। তার উপর অর্জুনের জন্মদিনের পার্টি দেখা গেল না মালাইকাকে। তাহলে কি অর্জুন-মালাইকার মুখ দেখাদেখি বন্ধ! অর্জুনের জন্মদিনের দিনই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিনেত্রী।
গত মাসে বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার পরে জানা যায়, সম্পর্ক ভাঙলেও নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রাখবেন। কিন্তু এ দিন মালাইকার অনুপস্থিতি দেখে নেটনাগরিকরা প্রশ্ন তুলছেন, আদৌ কি দু’জনের মধ্যে আর বন্ধুত্বটুকুও বজায় রয়েছে?
এর মাঝেই মালাইকা লেখেন, ‘‘আমি জীবনে এমন মানুষ চাই যাঁদের উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারব। শুধু তাই নয়, এমন মানুষ যাঁরা আমার পিছনেও একই রকম ব্যবহার করবে।’’
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)