বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের(Bangla Bandh) ডাক দিল বিজেপি। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বাংলা বনধের(Bangla Bandh) ডাক দিয়েছে বিজেপি(BJP)৷এদিন সাংবাদিক বৈঠকে সেকথা ঘোষণা করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumder)। এদিন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি হয়েছে। ‘প্রচুর আহত, গ্রেফতারি হয়েছে, পুলিশ লাঠিচার্জ করেছে’, তাঁদের কথা ভেবে বাংলা বনধের ডাক সুকান্ত মজুমদারের।এমনটাই জানিয়েছেন তিনি।
অন্যদিকে বিজেপির ডাকা বাংলা বনধ মানা হবে না! সেকথা সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়(Alapan Banerjee)। বিজেপির ডাকা বাংলা বনধের আহ্বান নস্যাৎ করে আলাপন জানালেন, সরকারের তরফে এই ধর্মঘট মানা হবে না, নেমেও নেওয়া হবে না। বুধবার সারা রাজ্যে জনজীবন স্বাভাবিক থাকবে বলেই ঘোষণা আলাপনের। সব কিছু সচল রাখার নির্দেশ জারি করেছে রাজ্য সরকার।
মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযান কর্মসূচির দিন নবান্নে থাকলেও প্রকাশ্যে আসেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বদলে সাংবাদিকদের সরকারি বিবৃতি পড়ে শোনান মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায়।
নবান্ন অভিযানে সাধারণ মানুষের উপর পুলিশের লাঠিচার্জ এবং বলপ্রয়োগের প্রতিবাদে বাংলা বনধের ডাক দেয় বিজেপি। সেই ইস্যুতে আলাপনের নির্দেশ, সরকারি কর্মীদের বুধবার অফিসে আসতেই হবে। দোকানপাটো থাকবে খোলা। তাঁর কথায়, “সরকার নিরাপত্তা, আইনানুগ ব্যবস্থা করবে। ক্ষতি হলে সরকার সেদিকটাও দেখবে।”
এদিকে বনধের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘কালকের বনধ নিয়ে কেমন কাঁপুনি হচ্ছে সরকারের, বুঝতে পারছি। আলাপন বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে প্রেস করছেন। মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিবকে দেখা যাচ্ছে না। আলাপন বন্দ্যোপাধ্যায় নিজেই বেআইনি।’’ এমনকি, আরজি কর কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল চক্রান্তকারীদের মধ্যে অন্যতম বলে উল্লেখ করেন শুভেন্দু।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)