বিজেপির ডাকা বনধ মোকাবিলায় তৎপর রাজ্য সরকার। সেই সঙ্গেই এবার পরিবহণ ব্যবস্থা যাতে ঠিকঠাক থাকে সেব্যাপারে রাজ্যের তরফে কন্ট্রোল রুম করা হয়েছে। মূলত পরিবহণ সংক্রান্ত সমস্যা মেটাতে এই কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হচ্ছে। বুধবার বিজেপির ১২ ঘন্টা বাংলা বনধের(Bangla Bandh) ডাক দিয়েছে। এই নীতিহীন অনৈতিক বনধের ডাককে রাজ্য সরকারের পক্ষ থেকে বিরোধিতা করা হয়েছে।পশ্চিমবঙ্গের জনসাধারণের জন্য জীবন যাতে সাধারন ভাবে সচলাচল করে তার জন্য সেটাকে সরকারি উদ্যোগে নিশ্চিত করা হবে এবং বুধবার সমস্ত পরিবহন ব্যবস্থা সরকারি এবং বেসরকারি পরিবহন সচল থাকবে। বাস ভেসেল শুরু করে অটো টোটো ক্যাব যাবতীয় যানবাহন সব সচল থাকবে।এমনটাই জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।
সাধারণ মানুষের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য রাজ্য সরকার তাদের পাশে রয়েছে, পরিবহন দফতর তাদের পাশে রয়েছে। সেই সাথে রেল এবং মেট্রোরেলকে অনুরোধ করা হয়েছে যাতে বুধবার সাধারণ সব দিন গুলির মতনই পরিবহন সচল হোক।সাংবাদিক সম্মেলনে সেকথা জানালেন পরিবহণ মন্ত্রী।
তিনি আরও বলেন ‘২০১১ এর পর থেকে রাজ্যে ধর্মঘট হয় না বললেই চলে। এই ধর্মঘট সাধারণ মানুষের জীবনে এবং অর্থনীতির দিকে খুবই ক্ষতিকর হাজার হাজার লাখ লাখ লোকের রুজির ওপরে প্রভাব ফেলে। এই ধর্মঘটের প্রভাব সাধারণ ব্যক্তিদের জীবনে পড়ে। তাই এই বন্ধকে মানিনা। আজ ছাত্র সমাজের নাম করে যেই নবান্ন আন্দোলন কর্মসূচি করা হয়েছিল তাতে ছাত্র সমাজ কেউই ছিল না পুরোটাই বিরোধীদের চক্রান্ত।’
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)