Bangladesh ATM Crisis: পদ্মাপারে নগদের অভাব! এটিএমের বাইরে হাহাকার বাংলাদেশি জনতার

International News
Share this news

বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। তবে এখনো ছন্দে ফিরতে পারেনি দেশ। এখনও বন্ধ রয়েছে বাংলাদেশের বেশির ভাগ ব্যাঙ্কের এটিএম (ATM)। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’য় প্রকাশ, নিরাপত্তাজনিত কারণে বেশির ভাগ এটিএমে টাকা সরবরাহ করা হচ্ছে না। পাশাপাশি, বেশ কিছু ব্যাঙ্কের শাখাও এখনও খোলেনি বলে দাবি ওই প্রতিবেদনে। এমন অবস্থায় নগদ অর্থ জোগাড় করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষদের।

প্রশ্ন উঠছে কেন এই সমস্যা? ব্যাঙ্ক পরিষেবা চালু থাকলেও এটিএম বন্ধ কী কারণে? ‘প্রথম আলো’র প্রতিবেদন থেকে জানা গিয়েছে বাংলাদেশের বেশির ভাগ ব্যাঙ্কের এটিএমে টাকা ভরার কাজ করানো হয় থার্ডপার্টি সংস্থাকে দিয়ে। দেশের বর্তমান পরিস্থিতিতে ওই থার্ডপার্টি সংস্থা এই পরিষেবা বন্ধ রেখেছে। ফলে বেশির ভাগ এটিএমে টাকা সরবরাহ করা হয়নি। যার জেরে দেশ জুড়ে বিঘ্নিত হয়েছে এটিএম পরিষেবা।

অ্যাসোসিয়েশন অব ব্যাঙ্কার্স বাংলাদেশ-এর চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন প্রতিক্রিয়া দিয়ে বলেছেন, “চলতি সপ্তাহেই পরিস্থিতির উন্নতি হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *