সম্প্রতি কলকাতায় চিকিৎসা করাতে এসে নৃশংসভাবে খুন হয়েছেন বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ(Bangladesh MP) আনোয়ারুল আজিম(Anwarul Azim)। যা নিয়ে পুলিশ-প্রশাসন থেকে সিআইডি-র ঘুম উড়েছে রীতিমতো। তদন্ত করতে গিয়ে উঠে এল আরও তথ্য। শুধু খুন করেই ক্ষান্ত হয়নি খুনি, সাংসদের দেহ টুকরো টুকরো করে ফেলা হয়েছে প্রমাণ লোপাটের জন্য।অ্যাপ ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ করে সেই তথ্য হাতে এসেছে সিআইডি আধিকারিকদের।
১২ মে কলকাতায় চিকিৎসা করাতে এসেছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম।নিউটাউনে(Newtown) সঞ্জীবান গার্ডেনের এক ডুপ্লেক্স ফ্ল্যাটে ওঠেন তিনি। ১৩ মে সাংসদকে ডেকে পাঠানো হয়। তারপর ১৪ মে আর পরিবারের সঙ্গে যোগাযোগ হয়নি বলে খবর। তাঁর ফোনও বন্ধ ছিল বলে জানা গিয়েছে। মোবাইল টাওয়ার লোকেশন শেষ উত্তরপ্রদেশে পাওয়া গিয়েছিল। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে আজিমের পরিবার। তারপর বাংলাদেশ থেকে দিল্লি ও কলকাতায় বাংলাদেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর তদন্ত শুরু হয়। তদন্তভার নেয় সিআইডি।
পুলিশ সূত্রে খবর, খুন করে দেহ সারারাত ফ্রিজে রাখা হয়। পরদিন দেহটি ট্রলিতে ভরে নিউটাউন থেকে গাড়ি বদল করে খুনিরা দেহটি রাজারহাটের অ্যাক্সিস মলের কাছে গিয়ে কোথায় ফেলে দেওয়া হয়। দেহ টুকরো করে হাড়, মাংস আলাদা করে ট্রলিতে ভরা হয়েছিল বলে অনুমান করা হচ্ছে।
অন্যদিকে, কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত তার প্রাথমিক অনুসন্ধানে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে উঠে এসেছে নয়া তথ্য। সাংসদ খুনের মাস্টারমাইন্ড হলেন আজিমের ছোটবেলার বন্ধু তথা ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান শাহীন। ব্যবসায়িক কারণে খুনের পরিকল্পনা করা হয়েছে বলে অনুমান পুলিশের। এই খুনের সঙ্গে জড়িত রয়েছে শাহীনের এক বান্ধবী সিলিস্তি রহমান, যাকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। আজিমকে খুনের জন্য মূল অভিযুক্ত শাহীন খুনিদের ৫ কোটি টাকা সুপারি দিয়েছিলেন। ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।। গোয়েন্দাদের জেরায় জানা গিয়েছে, আজিমকে খুনের জন্য হানিট্র্যাপ পেতেছিলেন শাহীন। ১৩ মে নিউটাউনের ফ্ল্যাটে কৌশলে আজিমকে ডেকে শাহীনের পাওনা টাকা ফেরানোর জন্য চাপ দেওয়া হয় আজিমকে। তারপর কথা কাটাকাটি হতে হতে আজিমের মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে খুন করা হয় তাঁকে। খুনের পর দেহ টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলা দেওয়া হয়। সাংসদের দেহাংশের খোঁজে তল্লাশি চলছে।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)