এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে বাংলাদেশে অচলাবস্থার জন্য আমদানি রপ্তানি বন্ধ থাকায় আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়লো। সমগ্র বাংলাদেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় ঘোজডাঙ্গা সীমান্তে দাঁড়িয়ে হাজার হাজার পন্যবাহী ট্রাক।

Bangladesh Protest: কোটা আন্দোলনের জেরে থমকে বাণিজ্য, ঘোজাডাঙ্গা সীমান্তে দাঁড়িয়ে শয়ে শয়ে ট্রাক

Bengal International National News
Share this news

ঘোজাডাঙ্গা(Ghojadanga) সীমান্তে প্রায় ৪০০-৪৫০ পন্যবাহী ট্রাক কাঁচামাল নিয়ে আটকে রয়েছে, থমকে গিয়েছে আন্তর্জাতিক বাণিজ্য

বাংলাদেশে(Bangladesh) কোটা আন্দোলনে(Quota Movement) অগ্নিগর্ভ পরিস্থিতির জের, প্রভাব পড়লো সীমান্ত বাণিজ্যে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে বাংলাদেশে অচলাবস্থার জন্য আমদানি-রপ্তানি বন্ধ থাকায় আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়লো। সমগ্র বাংলাদেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় ঘোজডাঙ্গা সীমান্তে দাঁড়িয়ে হাজার হাজার পন্যবাহী ট্রাক। যার জেরে সীমান্তে এন্ট্রি হচ্ছে না বাংলাদেশ থেকে ভারতে আসা ও ভারত থেকে বাংলাদেশে যাওয়া কোন ট্রাকের তথ‍্য। আর যার জেরে ব্যহত হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। যার ফলে ক্ষতির মুখে প্রচুর জরুরি পণ্য সহ কাঁচামাল যেমন টমেটো, কাঁচালঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন এবং বিভিন্ন ফল ।

সময় যত যাচ্ছে ক্ষতির আশঙ্কা ততই বাড়ছে। কোটি কোটি টাকার কাঁচামাল পচন ধরতে শুরু করেছে। যদিও ভারতের সীমান্তে কোন সমস্যা নেই। কিন্তু বাংলাদেশ সীমান্তে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় কোন পণ‍্যবাহী ট্রাক নিচ্ছে না। ফলে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পাঞ্জাব ও অন্ধ্রপ্রদেশ সহ ভারতের ভিন রাজ্য থেকে আসা ট্রাকের চালক ও খালাসীরা বেজায় সমস্যার মধ্যে পড়েছেন। একদিকে তাদের খাবারের রসদ ফুরিয়ে যাচ্ছে। অন্যদিকে কোনও রকম ভাবে ট্রাকচালক ও খালাসিরা দু মুঠো অন্ন জোগাড় করে সীমান্তে রান্না করে খেয়ে বেঁচে আছেন। এই সময় যদি দীর্ঘ থেকে দীর্ঘতর হয় তাহলে তাদের আরও সমস্যায় পড়তে হবে। চরম ভোগান্তির মধ্যে রয়েছেন তাঁরা।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *