সীমান্তে যেমন নিরাপত্তা বাড়ানো হয়েছে, তেমনি বাংলাদেশ হাই কমিশনের অফিসের সামনে বাড়তি নিরাপত্তা।

Bangladesh Violence: সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ বাংলাদেশিদের, কড়া নিরাপত্তা সীমান্তে, বাংলাদেশ হাইকমিশনের সামনেও বাড়তি নিরাপত্তা

Bengal International National News
Share this news

বসিরহাটের ভারত(India)-বাংলাদেশ(Bangladesh) ঘোজাডাঙ্গা সীমান্ত(Border)দিয়ে পাসপোর্টে বাংলাদেশ থেকে এদেশে প্রবেশ করছে বাংলাদেশের নাগরিকরা। চোখে মুখে আতঙ্কের ছায়া।ঘোজাডাঙ্গা সীমান্তের ওপারে বাংলাদেশের ভোমরাতে ফুটছে বাজি শোনা যাচ্ছে ঘোজাডাঙ্গাতে।ছাত্র আন্দোলনের জেরে পরিস্থিতি সামাল দিতে না পারায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লেন। তারপর বাংলাদেশের বিরোধী দলের নেতাকর্মীরা উল্লাসে মেতেছেন মিষ্টিমুখ থেকে শুরু করে বাজি ফাটানো পাশাপাশি শাসকদলের একাধিক পার্টি অফিস ভাঙচুরের কথা জানা যাচ্ছে। বাংলাদেশ থেকে যেসব পর্যটকরা আসছে তারা আতঙ্কে পারাপার হচ্ছেন। ঘোজাডাঙ্গা সীমান্তে বাড়ানো হয়েছে বিএসএফের নিরাপত্তা।

অন্যদিকে, নদীয়ার ভারত-বাংলাদেশ সীমান্তের গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসা প্রত্যেকের ফিরে যাওয়ার ব্যস্ততা। ভোর হতে না হতেই বাংলাদেশীদের ভারতে ফিরে যাওয়ার ব্যস্ততা গেদে সীমান্ত দিয়ে। যদিও গেদে সীমান্ত দিয়ে যে মৈত্রী এক্সপ্রেস চলতো বাংলাদেশের অগ্নিগর্ভ কারণের ফলে আপাতত স্থগিত রাখা হয়েছে মৈত্রী এক্সপ্রেস।ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলাদেশ, মঙ্গলবার সকাল থেকে কারফিউ তুলে দেওয়ায় বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে সনাতনীরা। নদীয়ার ভারত-বাংলাদেশের গেদে সীমান্তে পৌঁছে জানালেন তার হার হিম করা অভিজ্ঞতা।

সীমান্তে যেমন নিরাপত্তা বাড়ানো হয়েছে, তেমনি বাংলাদেশ হাই কমিশনের অফিসের সামনে বাড়তি নিরাপত্তা। বাংলাদেশ হাই কমিশন এর অফিসের সামনে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার অফিসার সহ পুলিশ মোতায়েন রয়েছে। অন্য দিনের থেকে বেশি পুলিশ মোতায়েন। প্রায় ১৫ থেকে ২০ জন পুলিশ আধিকারিক কনস্টেবল রয়েছেন । রয়েছেন মহিলা পুলিশ কর্মীও। বাংলাদেশ হাই কমিশনের অফিসের সামনে যদি কেউ বিক্ষোভ প্রদর্শন করেন তার আশঙ্কায় এই নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *