আলমবাজারের এক বুথে ভুয়ো ভোটার হাতেনাতে ধরার দাবি বরাহনগর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষের।

Barahnagar by-election: বরাহনগরে উত্তেজনা! ভুয়ো ভোটার ধরার দাবি সজল ঘোষের, পাল্টা বিক্ষোভ তৃণমূলের

Bengal News Politics
Share this news

আলমবাজারের এক বুথে ভুয়ো ভোটার হাতেনাতে ধরার দাবি বরাহনগর বিধানসভা উপনির্বাচনের(Baranagar by-election) বিজেপি প্রার্থী সজল ঘোষের(Sajal Ghosh)। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে বরাহনগরের আলমবাজারের একটি বুথে। 

বিজেপি প্রার্থী সজল ঘোষের দাবি, “আলমবাজারের বুথের মধ্যে থেকে হাতে নাতে ভুয়ো ভোটারকে ধরেছি। পুলিশের হাতে ভুয়ো ভোটারকে তুলেও দিলাম। অথচ পুলিশ কোনও ব্যবস্থা নিল না। অভিযুক্ত পালিয়ে গেল!” অন্যদিকে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বুথে গোলমাল পাকানোর অভিযোগ তৃণমূলের। তৃণমূলের দাবি, কোনও ভুয়ো ভোটার নয়। পরাজয় নিশ্চিত বুঝতে পেরে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। সেই। ঘটনার প্রতিবাদে সজলকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বিজেপি কর্মীরাও। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।পুলিশ, কেন্দ্রীয় বাহিনী দু’পক্ষকেই বুথের সামনে থেকে সরিয়েছে। চরম উত্তেজনার সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *