সোমবার সুপ্রিম কোর্টে(Supreme Court) SSC নিয়োগ বাতিল মামলার শুনানি ছিল।প্রায় ২৬ হাজার চাকরিহারা এই মুহুর্তে এক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দেশের সর্বোচ্চ আদালতের বিচারের আশায় রয়েছেন তাঁরা। কিন্তু সোমবার মামলাই শুনল না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। সূত্রের খবর, সুপ্রিম কোর্টে আপাতত শুধু পরিসংখ্যান পেশ করতে চলেছে SSC।সংখ্যাতত্ত্ব দিয়ে যোগ্য-অযোগ্যদের ফারাক বোঝাবে স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্ট চাইলে পরে তালিকা পেশ করবে বলে সূত্রের খবর।
কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল হওয়ায় প্রায় ২৬হাজার চাকরি প্রাপক চাকরি খুইয়েছেন। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার।মামলার প্রথম শুনানিতে প্রধান বিচারপতি রাজ্যের কাছে প্রশ্ন রেখেছিলেন, যোগ্য, অযোগ্যদের আলাদা করা সম্ভব কিনা। সেই প্রশ্নের জবাবেই সংখ্যাতত্ত্ব দিয়ে যোগ্য-অযোগ্যদের ফারাক বোঝাবে এসএসসি। কিন্তু এদিন মামলার শুনানি না হওয়ায় পুরো বিষয়টি সেই অধরাই রয়ে গেল। পরবর্তী শুনানি কবে হবে, কিছু জানা যায়নি। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আর কতদিন অপেক্ষা করতে হবে যোগ্য চাকরিহাদের?
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)