বাঙালি আজও বাঁচে আবেগ নিয়ে

আপনার পাতা
Share this news

তন্দ্রা মুখার্জী: অতি আধুনিক প্রজন্ম ব্যতীত সঙ্খাগরিষ্ঠ বাঙালি আজও বাঁচতে ভালবাসে আবেগ নিয়ে। এ সম্পদ কারও অনিষ্ট করেনা, তবে নিজেকে করে ঋদ্ধ। আবেগের ভিত্তি মানুষের স্মৃতি; সুখস্মৃতি অথবা দুখেরও স্মৃতি। কিছু স্মৃতির অগাধ ভাণ্ডার মজবুত করে মানুষের চরিত্র, পুষ্ট করে তার মনন-জগতকে। সেই সুখেসাগরে সাঁতরে কখনও উঠে আসে নিজের জাতের ও পরিবারের অমূল্য রতন-খনি, যেখান থেকে মানুষ পায় অসাধারণ কতিপয় ভুলে যাওয়া শিক্ষা ও আদর্শের বন্ধনগ্রহী যা রক্ষাকবচের ভূমিকা রাখে তার উত্তর জীবনে। এই ভিতের ওপর দাঁড়িয়েই আমি পেছন ফিরে দেখার অনেক সুখ ভাগ নেওয়া শুরু করতে চাই। আমার প্রিয় সুজনসখাদের সাথে বাংলার একান্ত নিজস্ব কিছু মধুর মনন ও চিন্তন, আগামীকাল থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *