বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে( Bengaluru’s Kempegowda International Airport )বোমা বিস্ফোরণের হুমকি(bomb threat)। বুধবার সকালে ব্যাপকভাবে আতঙ্ক ছড়ায় গোটা বিমানবন্দর চত্বরে। যাত্রীরা স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন। জানা গিয়েছে, আলফা ৩ বিল্ডিংয়ের একটি বাথরুমের আয়নায় লেখা ছিল ২৫ মিনিটের মধ্যে বিমানবন্দরের ম্যানেজমেন্ট এবং স্টাফ অফিসগুলিকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হবে। এয়ারপোর্টের একজন কর্মী সেই লেখাটি দেখতে পান। সঙ্গে সঙ্গে নিরাপত্তা বিভাগকে জানানো হয়। বোমা বিস্ফোরণের খবর ছড়াতেই গোটা বিমানবন্দর চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যুদ্ধকালীন তৎপরতায় বিমানবন্দরের(Bengaluru Airport) বিভিন্ন জায়গায় বোমার সন্ধানে চিরুনী তল্লাশি করা হয়।
পারদর্শী কুকুর এবং CISF-এর আধিকারিকরা ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা বোমার খোঁজে অনুসন্ধান চালান। অনেকক্ষণ খোঁজার পরেও কোনও বোমা মেলেনি। এরপরই নিরাপত্তা কর্মীরা নিশ্চিত হন এটা ভুয়ো বোমাতঙ্ক ছিল । ইচ্ছে করেই কেউ বাথরুমের আয়নায় বোমা বিস্ফোরণের কথা লিখে রেখে যায়। বোমা না মেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন গোটা বিমানবন্দর চত্বরে যাত্রীরা, সেখানকার স্টাফ,ম্যানেজার ও নিরাপত্তারক্ষীরা।
ইতিমধ্যেই বিমানবন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে বিমানবন্দর থানার পুলিশ।
সম্প্রতি ব্যাঙ্গালোরে ভুয়ো বোমা আতঙ্ক একটা চিন্তার বিষয় হয়ে উঠেছে। গত সপ্তাহেই ব্যাঙ্গালোরের একটি হোটেলে এরকম বিস্ফোরণের হুমকি পাওয়া যায় পরে জানা যায় এটা ভুয়ো বোমাতঙ্কের খবর।
গতকাল, মঙ্গলবার, দিল্লি বিমানবন্দরে বোমাতঙ্কের খবর পাওয়া যায় পরে যেটা জানা যায় সেটা ভুয়ো। এছাড়াও কিছুদিন আগে দিল্লিতে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি mail এসেছিল সেখানেও বোমাতঙ্কের কারণে আতঙ্ক ছড়ায় দিল্লিজুড়ে। লোকসভা নির্বাচন চলাকালীন দেশজুড়ে একের পর এক এই ভুয়ো বোমাতঙ্ক সাধারণ মানুষ থেকে পুলিশ-প্রশাসনের কাছে যথেষ্ট চিন্তার বিষয় হয়ে উঠেছে।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)