লোকসভা নির্বাচন চলাকালীন বেশ বিপাকে জেডিএস।দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার(HD deve gowda) পৌত্র প্রোজ্জ্বল রেভান্নার(Prajwal Revanna) যৌন কেলেঙ্কারির অভিযোগ নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। বিতর্ক পিছু ছাড়ছে না রেভান্নার। তাঁর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠার পরেই সরগরম কর্নাটকের রাজ্য রাজনীতি। শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতেও। ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়ে এবার রেভান্নাকে সাসপেন্ড করল জনতা দল সেকুলার (জেডিএস)। মঙ্গলবার এই বিষয়ে দলের কোর কমিটির বৈঠক ডেকেছিল দেবগৌড়ার দল। সেই কোর কমিটির বৈঠকের রেভান্নাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দেবগৌড়ার অন্যতম পুত্র ও রেভান্নার কাকা এইচডি কুমারস্বামী( HD Kumaraswamy) সোমবারই এই প্রসঙ্গে জানিয়েছেন যে, যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠায় রেভান্নাকে সাসপেন্ড করতে চলেছে দল। মঙ্গলবারই দলের কোর কমিটির বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল দল
প্রথম দফার ভোটের আগে হাস লোকসভা কেন্দ্রে বেশ কয়েকটি ‘অশ্লীল’ ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। তাতেই নাম জড়ায় জেডিএস প্রার্থী প্রোজ্জ্বলের। বিষয়টি নিয়ে শোরগোল পড়তেই ঘটনাটির তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বেঙ্গালুরু সরকার(Bengaluru Govt.) এই ঘটনাটির তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে। কর্নাটকের মহিলা কমিশনও এই ঘটনা নিয়ে সরব হয়েছে। যৌন নির্যাতনের অভিযোগে প্রোজ্জ্বলের সঙ্গে নাম জুড়ে যায় দেবগৌড়ার পুত্র তথা প্রোজ্জ্বলের পিতা এইচডি রেভান্নারও(HD Revanna)। স্ত্রী বাড়িতে না থাকলেই বাড়ির অন্যাান্য মহিলাদের উপর যৌন নির্যাতন করতেন এইচডি রেভান্না, এমনটাই অভিযোগ উঠছে। সংবাদ সংস্থা পিটিআই জানায়, বাড়ির রাঁধুনির অভিযোগের ভিত্তিতেই হোলেনারাসিপুর থানায় মামলা রুজু হয়েছে পিতা-পুত্রের বিরুদ্ধে।
প্রোজ্জ্বলের পিতা এইচডি রেভান্না
এই পরিস্থিতিতে জেডিএস দলের শীর্ষ নেতৃত্ব রেভান্নাকে দল থেকে বহিষ্কার করা ছাড়া আর কোনও উপায় ছিল না। হাসান লোকসভা কেন্দ্রের জেডিএস প্রার্থী রেভান্নাকে সাসপেন্ড করার জন্য দলের জাতীয় সভাপতি দেবগৌড়ার কাছে সুপারিশ করা হয়েছে।
রেভান্নার বিরুদ্ধে কর্নাটকে একটি অশ্লীল ভিডিও মামলায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে রেভান্নাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে, এমনটাই জানিয়েছেন এইচ ডি কুমারস্বামী।