ভোটের আগে শেষ প্রচারের দিনে উত্তপ্ত ভাঙড়। ভাঙড়ে(Bhangar) পঞ্চায়েত সদস্যদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ আইএসএফ(ISF)-এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙ্গড় থানার অন্তর্গত ভোগালী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দেওটা গ্রামে। ওই গ্রামের পঞ্চায়েত সদস্য আব্দুর রফিকের পায়ে বোমা লাগে এবং বোমায় তার পা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্র মারফত খবর।
ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। শিশু এবং মহিলা সহ প্রায় ১০ জন এই বোমার আঘাতে আহত হয়েছে বলে সূত্রের খবর। ঘটনার পর তাদের সকলকে সেখানকার জিরণগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে পঞ্চায়েত সদস্য আব্দুল রফিক অনেক বেশি আহত হয়েছে। তাঁকে পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
সেখানে তার পাশে এসে দাঁড়ান মন্ত্রী অরূপ বিশ্বাস(Arup Biswas) এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের(Jadavpur loksabha Constituency) তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ(Sayani Ghosh)।ভাঙর অবজারভার শওকাত মোল্লা বলেন, ভোগালী দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় শুক্রবার তৃণমূলের কর্মীর সমর্থকরা আব্দুল রফিকের নেতৃত্বে মিছিল করে শেষ পর্যায়ের নির্বাচনের প্রচার সারছিল। সেই সময় আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা হঠাৎই মিছিল লক্ষ্য করে বোমা মারে এবং রফিককে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ।
সায়নী ঘোষ আঙুল তুলেছেন আইএসএফ-এর দিকে। তিনি বলেন, ‘ওদের পায়ের নীচ থেকে মাটি সরে যাচ্ছে বুঝেই এই হামলা।’ গোটা ঘটনায় ‘ষড়যন্ত্র’ দেখছেন তিনি। ভোটের আগেই হার মেনে নিয়েছে আইএসএফ, আর সেই কারণে হিংসার পন্থা, দাবি অরূপ বিশ্বাসের। পাল্টা আইএসএফ নেত্রী আসমা বিবি পালটা তৃণমূলের দিকে আঙুল তুলেছেন। তিনি দাবি করেছেন, এই অশান্তির নেপথ্যে রয়েছেন তৃণমূলের লোকজনেরাই। আইএসএফ-এর নামে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে।
শনিবার শেষ দফার ভোটে যাদবপুর লোকগসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড়ে ভোটগ্রহণ। তার আগে ভাঙড়ে বোমাবাজির ঘটনায় সরগরম এলাকা। আতঙ্কিত এলাকার মানুষ।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)