“ভুলভুলাইয়া ৩” (Bhool Bhulaiyaa 3) ছবিতে ফের দেখা যাবে মাধুরীর ধামাকা ডান্স। শুধু মাধুরী (Madhuri Dixit)নন,তাঁর সঙ্গে জুটি বাঁধছেন বিদ্যা বালন(Vidya Balan। “ভুলভুলাইয়া ৩” (Bhool Bhulaiyaa 3)ছবিতে দেখা যাবে তাঁদের দু-জনকে একসঙ্গে। নতুন খবরে খুশি দুই অভিনেত্রীর অনুরাগীরা। কার্তিক আরিয়ান (Kartik Aaryan) ইতিমধ্যেই ছবির শুটিং শুরু করেছেন। কলকাতায় এসে ঝটিকা সফরে শেষ করেছেন এখানকার শুটিং।
এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তৃপ্তি দিমরি(Tripti Dimri)। সূত্রের খবর, মাধুরী ও বিদ্যা ছবিতে “অমি যে তোমার” গানটিতে স্ক্রিন শেয়ার করবেন। আগামী মাসে গানটির শুটিং করার পরিকল্পনা রয়েছে। খুব তাড়াতাড়ি গানের সিকোয়েন্স নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্মাতারা। ছবিটি চলতি বছরের দীপাবলিতে সিনেমাহলে মুক্তি পাবে বলে জানা গিয়েছে । পরিচালক আনিস বাজমি জানিয়েছেন, অক্ষয় কুমার থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার, বিদ্যা বালান, শাইনি আহুজা ও আমিশা পাটেল অভিনীত “ভুলভুলাইয়া”! ছবিটি বক্সঅফিসে বাজিমাত করেছিল। ২০২২ সালে মুক্তি পায় ছবির সিক্যুয়েল। যেখানে টাব্বু, কার্তিক আরিয়ান, কিয়ারা আদবানি ছিলেন। ছবির তৃতীয় কিস্তিতে আবারও টিমে ফিরছেন বিদ্যা বালান আর নতুন চমক মাধুরী।
Amazing news