বিগ বস ওটিটি সিজন-৩ আরও ঝাক্কাস? নাকি কুছ খাস? জুনেই শুরু হতে চলেছে বিগ বস ওটিটি সিজন-৩(Bigg Boss OTT 3)। আর সেই প্রোমোতেই রয়েছে চমক। অনুষ্ঠান সঞ্চালনার ভূমিকায় আর দেখা যাবে না সলমন খানকে(Salman Khan)। সেই জায়গায় অন্য কাউকে দেখা যাবে? এই নিয়ে কিছু গুঞ্জন চলছিলই, কারণ তৃতীয় সিজনের টিজারের নির্মাতারা সেই ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন আগামী সিজনে এমন কিছু থাকবে যা অতীতের মুহুর্ত ভুলিয়ে দেবে। শোয়ের ট্যাগ লাইনে লেখা ছিল, ‘ইয়ে সিজন হোগা খাস, একদম ঝাক্কাস‘।
এবার জিও চ্যানেলের তরফে প্রোমো শেয়ার করতেই তা একদম পরিষ্কার হয়ে গেল। শুক্রবার সঅবশেষে সামনে এল বিগ বস ওটিটি সিজন-৩-এর টিজার।দেখা গেল কে সেই খাস সঞ্চালক! তিনি হলেন মিস্টার ইন্ডিয়া। বলিউডের এভারগ্রিন, ঝাক্কাস অভিনেতা অনিল কপুর(Anil Kapoor)।
তবে এই সংবাদে ভাইজান ভক্তদের মন ভাঙবে, একথা বলা বাহুল্য। এতদিন বিগ বস মানেই সলমন খানের সঞ্চালনা, তাঁর নানা কথা-আচরণ মনে করায়। বিস বসের দর্শকরা কি সত্যি সেই সব অতীত ভুলে আগামী সিজনে অনিল কপুরকে মন থেকে মানতে পারবেন? অনেকটাই চ্যালেঞ্জিং হবে বিষয়টা।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)