পাহাড়ে ভোটের ৩ দিন আগে ভোলবদল বিনয় তামাংয়ের(Binoy Tamang)। বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে(Raju Bista) সমর্থনের কথা তাঁর মুখে

Binoy Tamang: পাহাড়ে ভোটের আগেই ভোলবদল, কংগ্রেস থেকে বহিষ্কৃত বিনয় তামাং

Bengal News Politics
Share this news

পাহাড়ে ভোটের ৩ দিন আগে ভোলবদল বিনয় তামাংয়ের(Binoy Tamang)। বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে(Raju Bista) সমর্থনের কথা তাঁর মুখে। তাঁর এই মন্তব্যে দার্জিলিং-এর রাজনৈতিক সমীকরণ যেন আরও জটিল হয়ে গেল। 

মাত্র কয়েক মাস আগে কংগ্রেসে যোগদান করেছিলেন বিনয় তামাং। লোকসভা নির্বাচনে বিজেপিকে(BJP) সমর্থনের কথা বলে কংগ্রেস(Congress) থেকে বহিষ্কৃত হলেন তামাং।

এক ভিডিওবার্তায় তামাং জানিয়েছেন,  ‘এখন দুর্নীতি ও স্বজনপোষণের বিরুদ্ধে লড়াই করার সময়। সেই প্রেক্ষিতে আমি সমর্থন করছি বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে।’ তামাং-এর এই মন্তব্যে বেশ বিপাকে পড়ে যায় কংগ্রেস নেতৃত্ব। আগামী ৬ বছরের জন্য বিনয় তামাংকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *