এবার মানব শরীরে বার্ড ফ্লু(Bird Flu)-র ভ্যাকসিন(Human Vaccine) প্রয়োগ হতে চলেছে। সচরাচর এই রোগ মানুষের শরীরে সংক্রামিত না, কিন্তু,একবার হয়ে গেল চরম পরিণতি হতে পারে। এই মারণরোগের সংক্রামণ থেকে রেহাই পেতে মানব শরীরে বার্ড ফ্লু-র ভ্যাকসিন দেওয়া শুরু হতে চলেছে। সর্ব প্রথম সেই কাজ করতে চলেছে ফিনল্যান্ড(Finland)।
সেখানকার সরকারের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহেই বার্ড ফ্লু-র ভ্যাকসিনেশন প্রক্রিয়া চালু হতে চলেছে সেখানে। যাঁরা কাজের সূত্রে পশু-পাখিদের সঙ্গে বেশিরভাগ সময় কাটান তাঁদেরকেই শুধুমাত্র এই ভ্যাকসিন দেওয়া হবে। অর্থাৎ পোলট্রি, খামারে যেসব লোকজন কাজ করে থাকেন তাঁদের জন্য এই ভ্যাক্সিন প্রক্রিয়া চালু হবে। এই প্রক্রিয়ার আয়োজন করতে চলেছে ফিনল্যান্ড।
ফিনল্যান্ডের সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞদের একাংশ। তবে তার পাশাপাশি আশঙ্কাও করা হয়েছে, এই টিকার অ্যান্টিজেন ও প্রাকৃতিক অ্যান্টিজেন মিশে কোনও তৃতীয় প্রজাতির অ্যান্টিজেন তৈরি হয়ে যাবে না তো! অস্ট্রেলিয়ার এক প্রিতষেধক সংস্থার কাছে থেকে ১০ হাজার বার্ড ফ্লু হিউম্যান ভ্যাকসিন কিনেছে ফিনল্যান্ড সরকার। প্রতিটি টিকায় থাকছে দুটি করে ইঞ্জেকসন।
বিশ্বের বিভিন্ন দেশ, এমনকি ভারতের এই রোগের সংক্রানণ দেখা গিয়েছে। এই মারণরোগের হাত থেকে বাঁচতে টিকার প্রয়োজন অবশ্যই।তবে ভাইরোলজিস্টরা একেবারে নিশ্চিত হতে পারছেন না এই টিকার বিষয়ে।এই রোগের হিউম্যান ভ্যাকসিনেশন নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।