রাজভবনের সামনে ধরনায় শুভেন্দু, অর্জুন, তাপস রায়রা। গণতন্ত্র রক্ষার দাবিতে ধরনা বিজেপির

BJP Dharna: ২১ জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক শুভেন্দুর, গণতন্ত্র রক্ষার দাবিতে রাজভবনের সামনে ধরনায় বিজেপি

Bengal News Politics
Share this news

বাংলায় রাজনীতিতে বেলাগাম পরিস্থিতিকে ঠেকানোর জন্য আজ রাজভবনের(Rajbhaban) সামনে ভারতীয় জনতা পার্টির(BJP) ধর্না মঞ্চ।গণতন্ত্র রক্ষার দাবিতে ধরনা মঞ্চে সামিল বিজেপি নেতৃত্ব। ধরনা মঞ্চে চিলেন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, তাপস রায়, কৌস্তভ বাগচী সহ আরও অনেকে।

দেশে ভোট মানে রাজনৈতিক উৎসব কিন্তু এই উৎসবের আর একটা রূপ দেখা দিয়েছে সেটা হল হিংসা। যে ভোট হওয়ার আগে এবং ভোটের ফলাফলের পরেও দেখা দিয়েছে এই পরিস্থিতির। ফলে বিরোধীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব। সোজা সুজিদেশের গণতন্ত্রের হত্যা করা হচ্ছে বলে দাবি তাঁদের। এই পরিস্থিতিতে লাগাম না দিলে আগামী দিনে গণতন্ত্রকে বাঁচানো যাবেনা। তারই প্রতিবাদে বিজেপি নেতারা রাস্তায় নেমে আগামী দিনে কীভাবে গণতন্ত্রকে রক্ষা করা সম্ভব নেই নিয়ে ধরনা মঞ্চ থেকে বার্তা দেয় বিজেপি।

এরপর সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হন রাজ্যের বিরোধী দলনেতচা শুভেন্দু অধিকারী। লোকসভা নির্বাচনে ও সম্প্রতি উপ-নির্বাচনে যাঁরা ভোট দিতে পারেননি , সেমস্ত অত্যাচারিত মানুষের পাশে থাকার বার্তা দেন শুভেন্দু। সেই সঙ্গে তিনি জানান, ২১ জুলাই দুপুর ১টা থেকে রাজ্যের সর্বত্র গণতন্ত্র হত্যা দিবস পালন করা হবে বিজেপির তরফে।

বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *