stree 2 newsai24x7

Stree 2 Review: ছবির ক্লাইম্যাক্স সামনে আনলো শ্রদ্ধা ও ‘স্ত্রী’র আসল পরিচয়

Entertainment News
Share this news

15 অগাস্ট মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি Stree 2. আর মুক্তির সঙ্গে সঙ্গেই বক্স অফিসে একেবারে ফাটাফাটি ফল করে ফেলেছে এই ছবিটি। ছবিটি মুক্তির আগেই প্রি-বুকিং এ ব্রক্ষাস্ত্র (Brahmāstra) ছবির বুকিং-কে হার মানিয়ে দিয়েছে। 

স্ত্রী ২ ছবিটি যে ভালো হতে চলেছে তা তার ট্রেলার ও কিছু দৃশ্যতেই বুঝিয়ে দিয়েছিল। ছবিটি শুরু হয় সেই চান্দেরি (Chanderi) দিয়ে। দেখা যায় এক মহিলা রাতের অন্ধকারে ধূমপান করছেন। হঠাৎই তার কাছে দূর থেকে ড্রপ খেতে খেতে বলের মতো কিছু একটা আসে। সেটি তুলতেই ঘটে যায় সর্বনাশ! 

স্ত্রী ছবিতে আমরা দেখেছিলাম, কীভাবে স্ত্রীর উৎপাতে চান্দেরির পুরুষেরা ভীত সন্ত্রস্ত হয়ে থাকতো। কিন্তু, এবারের ভয় মহিলাদের জন্য। কারণ, সারকাটে সমস্ত মহিলাদের ওপর একের পর এক আক্রমণ শুরু করে। কিন্তু কে এই সারকাটে? কেন শুধু মহিলাদের ওপরেই আক্রমণ করে? তার পিছোনে রয়েছে একটি ভয়ঙ্কর পৌরাণিক গল্প। আর সেই পৌরাণিক গল্প জানতেই আপনাকে দেখতে হবে এই ছবিটি।

রাজকুমার রাও ও পঙ্কজ ত্রিপাঠীর হাস্যরস মানুষের মন কেড়েছে। একইসঙ্গে অভিষেক ব্যানার্জীর এন্ট্রি মানুষকে একেবারে হো-হো করে হাসতে বাধ্য করেছে। এইসব কিছু চলাকালীন এন্ট্রি নেয় শ্রদ্ধা কাপুর। তার রূপের ঝলকে একেবারে মুগ্ধ হয়ে যায় ভিকি (রাজকুমার রাও) থেকে ছবির দর্শক। সারকাটে-কে হারাতে প্রথমে এন্ট্রি নেয় শ্রদ্ধা কাপুর ও মায়াবী চুলের বিনুনি। আর এই সিনেই শ্রদ্ধা জয় করে নেয় দর্শকের মন। শুধু শ্রদ্ধা নয়, তামান্না (Tamannaah Bhatia) – এর আজ কি রাত (Aaj Ki Raat) আইটেম সং এর পরেও ছিল এক দুর্দান্ত সিন। যা একেবারেই মিস করার মতো নয়।

এইবারে ছবিতে ঠিক আগেরবারের মতোই হাস্যরসের পাশাপাশি, ভয়ের ব্যালেন্স ছিল একদম পারফেক্ট। অন্যদিকে, শ্রদ্ধার ইলেকট্রিফায়িং পারফরমেন্স, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক ব্যানার্জী, অপরীক্ষিত খুরানার অভিনয় নজর কড়েছে দর্শকের। আর সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল ছবির ক্লাইম্যাক্স। যেখানে এতো টুইস্ট অ্যান্ড টার্ন দেখিয়েছে পরিচালক, যা দর্শককে বসার সিট থেকে এক ইঞ্চি ও সরতে দেয় নি। ইতিমধ্যেই ছবিটির প্রথম দিনের কালেকশন প্রায় ৭৬ কোটি টাকা। যা বলিউডের বহু বড় বাজেটের সিনেমাকেও হার মানিয়ে দিয়েছে। স্ত্রী-র পর স্ত্রী ২ ও যে ব্লকবাস্টার তা আর বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *